Gyghata News: এক সপ্তাহের মধ্যে গ্রেফতারির দাবি, বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে বিক্ষোভ কর্মসূচি গাইঘাটায়

BJP News: গাইঘাটায় মহিলা বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এবার সেই ঘটনাকে কেন্দ্র করে তপ্ত গাইঘাটা থানার মানিকহীরা দেশপাড়া এলাকা। এ দিন বিজেপি কর্মী কানন রায়কে খুনের অভিযোগে থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করে বিজেপি।

Gyghata News: এক সপ্তাহের মধ্যে গ্রেফতারির দাবি, বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে বিক্ষোভ কর্মসূচি গাইঘাটায়
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2023 | 11:32 PM

গাইঘাটা: উত্তর ২৪ পরগনার গাইঘাটাতে মহিলা বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এবার সেই ঘটনাকে কেন্দ্র করে তপ্ত গাইঘাটা থানার মানিকহীরা দেশপাড়া এলাকা। এ দিন বিজেপি কর্মী কানন রায়কে খুনের অভিযোগে থানা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। বিক্ষোভে সামিল হয়েছিলেন মৃত কানন রায়ের ছেলে জয়ন্ত রায় ও পুত্রবধূ পাখি রায়।

থানার গেট আটকে প্রায় এক ঘণ্টা নিজেদের অবস্থান বিক্ষোভ জারি রাখে বিজেপি নেতা-কর্মীরা। বিক্ষোভ মঞ্চ থেকেই পুলিশকে কড়া ভাষায় আক্রমণ করতেও পিছপা হননি বিজেপির বনগাঁ সাংগাঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। ১৬৪ আইনি ধারায় মামলা দায়ের করার দাবি তোলার পাশাপাশি, বনগাঁ সাংগাঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নিরুপম রায় ও তাঁর বাবাকে গ্রেফতারের দাবি তোলেন বিজেপি নেতা।

উল্লেখ্য, এ দিন দেবদাস মণ্ডল অবস্থান মঞ্চ থেকে বলেন, ‘আজকে এই বাংলা লক্ষ্মীর ভাণ্ডার বলে, সেই মা লক্ষ্মী খুন হয় এই বাংলায়।’ পাশাপাশি, তিনি হুঙ্কার তুলে বলেন, ‘এই পরিবার যার নাম করছে, নিরুপম রায় ও বিশ্বজিৎ রায়, তাদের গ্রেফতার করতে হবে। বাঁচাতে পারবেন না এবং আগামিকাল ম্যাজিস্ট্রেটের সামনে নিয়ে গিয়ে ১৬৪ আইনি ধারায় মামলা করতে হবে। যদি আপনারা এটা না করেন এক সপ্তাহ পরে স্তব্ধ করে দেব গাইঘাটা থানা।’

এদিকে, মৃত বিজেপি কর্মী কানন রায়ের খুনের ঘটনায় পুত্রবধূ পাখি রায় সিবিআই তদন্তের দাবি করেন। এ দিন তিনি বলেন, ‘পুলিশের উপর ভরসা পাচ্ছি না, আমাদের সিবিআই তদন্ত চাই। যে অন্যায় করেছে তার বাড়িতে পুলিশি নিরাপত্তা রয়েছে, আমাদের বাড়িতে কোনও পুলিশ-প্রশাসন কেউ যায়নি।’ প্রসঙ্গত, শনিবার এই ঘটনার পর মৃত বিজেপি কর্মীর পরিবারের লোকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র। কাননের পরিবারের লোকেদের পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেছিলেন তিনি।