AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Basirhat News : নদী থেকে উধাও ইটবোঝাই নৌকো, পুলিশের হাতে গ্রেফতার দুই ‘জলদস্যু’

Basirhat News : ২৩ হাজার ইট নিয়ে যাওয়া হচ্ছিল কুলতলি ব্লকের মৈপীঠে। গন্থব্যস্থলে পৌঁছোনোর আগেই তা অপহরণ করা হয় বলে অভিযোগ নৌকোর সওয়ারির। ইতিমধ্যেই এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ।

Basirhat News : নদী থেকে উধাও ইটবোঝাই নৌকো, পুলিশের হাতে গ্রেফতার দুই 'জলদস্যু'
নিজস্ব ছবি
| Edited By: | Updated on: Jun 06, 2022 | 11:45 PM
Share

বসিরহাট : বসিরহাটে এবার জলদস্যুর হানা! ইট বোঝাই নৌকো ও তাঁর সওয়ারিদের অপহরণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই দু’জনকে আটক করেছে কুলতলি থানার পুলিশ। বাকিদের তল্লাশিও শুরু করেছে পুলিশ। কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার কুলিপাড়ার ঘটনা।

রবিবার বসিরহাট থেকে নদী পথে একটি নৌকো করে ২৩ হাজার ইট নিয়ে যাওয়া হচ্ছিল কুলতলি ব্লকের মৈপীঠে। নৌকোতে ছিলেন মাঝি সহ মোট তিনজন। কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে মাঝপথেই যাত্রা থামাতে হয়। কুলতলি থানা এলাকার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কুলিপাড়ায় এক জায়গায় নৌকো থামানো হয়। সেখানেই রাত কাটিয়ে সোমবার সকালে মৈপীঠের উদ্দেশে রওনা দেওয়ার কথা মনস্থির করেন হান্নান মণ্ডল, ইমাম মণ্ডল ও আরিফুল্লা মণ্ডল। কিন্তু সোমবার সকাল থেকেই তাঁদের তিনজনের কাউকেই ফোনে পাওয়া যাচ্ছিল না। তাই তাঁদের পরিবারের লোকেদের সন্দেহ হয়। এরপর নৌকো ও তিনজনের কোনও খোঁজ না পেয়ে অপহরণের অভিযোগ দায়ের করা হয় কুলতলি থানায়।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কুলতলি থানার পুলিশ। নদী পথে তল্লাশি শুরু করেন কুলতলি থানার আইসি অর্ধেন্দু শেখর দে সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। তল্লাশি চালানোর পর অবশেষে খোঁজ মেলে নৌকো ও তিনজনের। ঝড়খালি এলাকার জঙ্গল লাগোয়া খাড়ির মধ্যে থেকে অক্ষতভাবে উদ্ধার করা হয় অপহৃত তিনজনকে। উদ্ধার হয় ইট বোঝাই নৌকাটিও। এই অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে দু’জনকে। আরও কেউ যুক্ত রয়েছে কিনা এই ঘটনায় সেই উদ্দেশ্যে তল্লাশি জারি রয়েছে।