বসিরহাট: বড়দের রাজনীতির ফের বিপন্ন শৈশব। অব্যাহত ভোট পরবর্তী হিংসা। বসিরহাটের বোমা ফেটে উড়ে গিয়েছে শিশুর হাত। এবারও সেই বল ভেবে খেলতে গিয়েছে বিপত্তি ঘটেছে।
রবিবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। আহত শিশুর নাম ইউসুফ মণ্ডল। চতুর্থ শ্রেণিতে পড়ে সে। জানা গিয়েছে, আজ সকালে বাড়ির পাশের একটি বাগানে খেলা করছিল ইউসুফ। সেই সময় বল ভেমে বোমা তুলে নেয় সে। তখনই সেটি ফেটে যায়। ডান হাত ও শরীরের বেশ কয়েকটি অংশ মারাত্মক জখম হয়।
দ্রুত তাকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত শিশুর পরিবারের সদস্য বলেন, “সকালে খাওয়া-দাওয়া না করেই খেলা করতে গিয়েছিল। সকাল আটটা নাগাদ চিৎকারের শব্দ শুনতে পাই। পরে জানতে পারি বোমা ফেটে গিয়েছে। ওর হাতেই ফেটে গিয়েছে।”