Bombing at Bhatpara: ভোররাতে পরপর বোমার আওয়াজ! NIA তদন্তের দাবি তুললেন অর্জুন সিং
Bombing at Bhatpara: পুরভোটে ভাটপাড়ার প্রায় সব ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল। সেই ফল প্রকাশের পরের দিনই সকাল থেকে অশান্ত ভাটপাড়া।
ভাটপাড়া : ফের ভাটপাড়ায় বোমাবাজি। পুরভোটের ফল প্রকাশের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বোমাবাজিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ভাটপাড়া এলাকায়। বোমা পড়েছে ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি এজেন্টের বাড়ির সামনে। অভিযোগ, বৃহস্পতিবার ভোররাতে পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। বিজেপির বুথ এজেন্ট সুনীল উপাধ্যায়ের বাড়ির সামনে বোমা ফেলা হয়েছে বলে অভিযোগ। খবর পেয়েই এ দিন ঘটনাস্থলে যান সাংসদ অর্জুন সিং এবং বিজেপি বিধায়ক পবন সিং। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবিও জানিয়েছেন অর্জুন।
জানা গিয়েছে, এ দিন ভোররাতে ভাটপাড়া এলাকার মেঘনা মিলের শ্রমিক লাইনে বোমাবাজি হয়। দুষ্কৃতীরা পরপর দুটি বোমা ছোড়ে। মেঘনা মিলেরই শ্রমিক সুনীল উপাধ্যায়ের বাড়ির সামনেই বোমা চালায় দুষ্কৃতীরা। যাঁর বাড়িতে বোমা পড়েছে, তাঁর নাম সুনীল উপপাধ্যায়। সুনীল বাবু বিজেপির বুথ এজেন্ট ছিলেন। সাংসদ অর্জুন সিং- এর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বোমা মেরেছে। সাংসদ জানান, পুলিশ এই ঘটনার পরও নিস্ক্রিয়। এই বোমা মারার পিছনে কারা আছে, তা জানতে এনআইএ তদন্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তবে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের অভিযোগ, বোমা মারার ঘটনা পুরোপুরি সাজানো। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি করেছেন তিনি। সোমনাথ শ্যাম আশ্বাস দিয়েছিলেন, ভোট পরবর্তী কোনও হিংসা আর হবে না এলাকায়। তবে কেন আবার বোমা পড়ল বিজেপির এজেন্টের বাড়ির সামনে, এই নিয়ে প্রশ্ন ওঠায় সোমনাথ শ্যামের সাফ জবাব, কেউ হিংসা ছড়ালে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে।
পুর নির্বাচনে নিজের গড় কার্যত হাতছাড়া হয়েছে অর্জুনের। দাপুটে নেতার অর্জুনের তেমন কোনও প্রভাব পড়েনি নির্বাচনের ফলে। ভাটপাড়া পুরসভা হাতছাড়া হয়েছে বিজেপির। লোকসভা নির্বাচনের আগে দলবদল করেছিলেন অর্জুন সিং। তবে তারপরও এলাকায় বজায় ছিল তাঁর ক্যারিশ্মা। ওই এলাকা কার্যত অর্জুন গড় হিসেবেই পরিচিত ছিলেন। লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ীও হন তিনি। তবে পুরভোটের প্রকাশ হতে দেখা গিয়েছে, ভাটপাড়ায় খাতাই খুলতে পারেনি বিজেপি। ভাটপাড়া পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের মধ্যে ৩৪ টি ওয়ার্ডেই তৃণমূল জয়ী। আর একটি ওয়ার্ডে সিপিএম প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হয়নি।
আরও পড়ুন : Bhatpara Chaos: বিজেপিকে ধূলিসাৎ অর্জুন গড়ে, রাতেই ভাটপাড়ায় তৃণমূলের কার্যালয় ‘ভাঙচুর’