Bongaon: স্কুলের বাইরে ফেলা স্টোন চিপস থেকে বেরিয়ে ছিল দুটো মুখ! টিফিনে বেরিয়ে সেটা ধরে টানতেই পঞ্চম শ্রেণির পড়ুয়ার ভয়ঙ্কর পরিণতি

Bongaon: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁর খরুয়া রাজাপুর হাই স্কুলের পঞ্চম শ্রেণির বই পড়ুয়া টিফিনের সময় রাস্তায় বের হয়। স্কুলের পাশের রাস্তায় কাজের জন্য এদিন সকালে পাথর ফেলা হয়েছে। এই পাথরের মধ্যে দুটি তার দেখে পড়ুয়ারা হাতে তোলে।

Bongaon: স্কুলের বাইরে ফেলা স্টোন চিপস থেকে বেরিয়ে ছিল দুটো মুখ! টিফিনে বেরিয়ে সেটা ধরে টানতেই পঞ্চম শ্রেণির পড়ুয়ার ভয়ঙ্কর পরিণতি
বনগাঁর স্কুলে ভয়ঙ্কর কাণ্ডImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 22, 2024 | 9:48 PM

বনগাঁ: স্কুলের টিফিনের সময় খেতে বাইরে বেরিয়েছিল দুই বন্ধু। স্কুলের বাইরেই হচ্ছে রাস্তার কাজ। তাই পাশে ফেলা ছিল স্টোন চিপস। হঠাৎ তাদের নজরে পড়েছিল স্টোন চিপসের ভিতর থেকে বেরিয়ে রয়েছে দুটি তার। অত্যুৎসাহী হয়ে সেই দুটো তার ধরেই টান দিয়েছিল দুই ছাত্র। তাতেই ভয়ঙ্কর কাণ্ড! ঝলসে যায় পঞ্চম শ্রেণির পড়ুয়ার হাত। বনগাঁ থানা এলাকার খড়ুয়া রাজাপুর হাইস্কুলের বাইরে বিস্ফোরণ। আহত পঞ্চম শ্রেণির দুই ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁর খরুয়া রাজাপুর হাই স্কুলের পঞ্চম শ্রেণির বই পড়ুয়া টিফিনের সময় রাস্তায় বের হয়। স্কুলের পাশের রাস্তায় কাজের জন্য এদিন সকালে পাথর ফেলা হয়েছে। এই পাথরের মধ্যে দুটি তার দেখে পড়ুয়ারা হাতে তোলে। আহত পড়ুয়ার দাবি, হাতে তুলে আবার রেখেও দেয় সে। তারপরই প্রচণ্ড শব্দে ফেটে যায়।  বিস্ফোরণের ফলে রাস্তার পাথর এবং ধাতব বস্তু লেগে আহত হয় দুই পড়ুয়া। যার মধ্যে শিবা রায় নামে পঞ্চম শ্রেণির পড়ুয়ার দুই হাতে আঘাত লাগে। ডান হাতে তিনটি আঙুল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার বলেন,  ওখানে পাথরের মধ্যে ইলেকট্রনিক্স ক্যাপাসিটর ছিল। এটি থেকে ছোট একটি বিস্ফোরণ হয়। এই ধারনের ক্যাপাসিটর সাধারণত ফ্যানে অথবা টেলিফোন লাইনে ব্যবহার করা হয়। এবং এই বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে ।