Bongaon: বিশেষভাবে সক্ষম তরুণীর ধর্ষণের অভিযোগ, গ্রেফতার

Bongaon: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী গতকাল সন্ধ্যায় বাড়িতে একা ছিলেন। সেই সময় অভিযুক্ত তরুণীকে বাড়ির পাশের বাগানে  ডেকে নিয়ে যান। তারপর সেখানেই তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

Bongaon: বিশেষভাবে সক্ষম তরুণীর ধর্ষণের অভিযোগ, গ্রেফতার
গ্রেফতার অভিযুক্ত Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 02, 2024 | 2:17 PM

উত্তর ২৪ পরগনা:  বিশেষভাবে সক্ষম তরুণীকে বাড়ির পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী গতকাল সন্ধ্যায় বাড়িতে একা ছিলেন। সেই সময় অভিযুক্ত তরুণীকে বাড়ির পাশের বাগানে  ডেকে নিয়ে যান। তারপর সেখানেই তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

বাড়ি বাড়ি ফিয়ে নির্যাতিতার মা ওই ব্যক্তিকে মেয়ের সঙ্গে দেখতে পেয়ে তাঁর পরিচয় জানার চেষ্টা করেন। অভিযুক্ত সে সময় পালানোর চেষ্টা করেন। যদিও তাড়া করে তাঁকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। এবং তাঁকে উদ্ধার করে নিয়ে যান। এবং নির্যাতিতাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে।