Bongaon: ‘ওর জন্য স্বামীকে ছেড়ে বেরিয়ে এসেছি, ওর জন্য তো আমি একবার অন্তঃসত্ত্বাও হয়ে পড়ি…’, মহিলার অভিযোগে রাতেই গ্রেফতার বনগাঁর কাউন্সিলর
Bongaon: রবিবার রাতে কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের নামে বিক্ষোভ দেখাতে থাকেন এক মহিলা। অভিযোগকারিণী মহিলার দাবি, তাঁর সঙ্গে দীর্ঘ এক বছর ধরে সম্পর্কে ছিলেন নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস ।

বনগাঁ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে সহবাসের অভিযোগে গ্রেফতার বনগাঁ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর। চিরঞ্জিত বিশ্বাস নামে ওই কাউন্সিলরকে রবিবার রাতেই গ্রেফতার করা হয়। ধৃতকে সোমবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়।
রবিবার রাতে কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের নামে বিক্ষোভ দেখাতে থাকেন এক মহিলা। অভিযোগকারিণী মহিলার দাবি, তাঁর সঙ্গে দীর্ঘ এক বছর ধরে সম্পর্কে ছিলেন নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস । কিন্তু ইদানীং তিনি আর তাঁর সঙ্গে যোগাযোগ করছেন না । তার কোনও খোঁজও নিচ্ছেন না । রবিবার ওই মহিলা বনগাঁ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়েন । তিনি চিরঞ্জিত বিশ্বাসের শাস্তির দাবি তোলেন। তাঁর কথায়, “চিরঞ্জিত বিশ্বাস আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ব্যবহার করেছেন।”
ওই মহিলার স্বামী-এক মেয়ে রয়েছে। তাঁর দাবি, তিনি চিরঞ্জিতের কথাতেই স্বামীর সংসার ছেড়ে মেয়েকে নিয়ে তিন মাস আগে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। ওই এলাকাতেই একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। কিন্তু তারপর থেকে কোনও এক কারণে ওই মহিলার সঙ্গে যোগাযোগ ও টাকা দেওয়া বন্ধ করে দেন চিরঞ্জিত। তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন চিরঞ্জিত। তাতে ওই মহিলা একবার অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। তাঁকে থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন পুলিশ কর্তারা।
রাতেই মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় কাউন্সিলরকে। যদিও কাউন্সিলরের বক্তব্য ছিল, “মহিলা পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ করেছেন । এরকম কোনও ঘটনা ঘটেনি। আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে।” চিরঞ্জিতের মায়ের দাবি, “আমি জানি না কী হয়েছে, ওই মেয়েটা আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে চিরন কই… এসব বলে ডাকছে।”

