Bongaon:  স্কুলের সামনেই নবম শ্রেণির পড়ুয়ার পিঠে ‘ছুরি’ জুনিয়রের

Bongaon Crime:  পরিবারের দাবি, বনগাঁ নগেন্দ্রনাথ বিদ্যাপীঠে পরীক্ষা চলছিল। পরীক্ষা দিতে গিয়েছিলেন নবম শ্রেণির পড়ুয়া। পরিবারের দাবি, পরীক্ষা দিয়ে স্কুলের গেটে থেকে বেরিয়ে দেখেন কয়েকজন পড়ুয়াদের মধ্যে ঝামেলা চলছে। সেই ঝামেলা মিটাতে গেলে অষ্টম শ্রেণির এক পড়ুয়া তার পিঠে ছুরি দিয়ে আঘাত করে।

Bongaon:  স্কুলের সামনেই নবম শ্রেণির পড়ুয়ার পিঠে ছুরি জুনিয়রের
বনগাঁ স্কুলের সামনে ভয়ঙ্কর ঘটনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 05, 2025 | 6:33 PM

উত্তর ২৪ পরগনা:  স্কুলের গেটের সামনে নবম শ্রেণির পড়ুয়াকে ছুরি মারার অভিযোগ অষ্টম শ্রেণির পড়ুয়ার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ নগেন্দ্রনাথ বিদ্যাপীঠে। স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে স্কুল থেকে বাইরে বেরলে স্কুলের গেটের সামনে নবম শ্রেণির এক পড়ুয়ার পিঠে ছুরি মারার অভিযোগ ওঠে অষ্টম শ্রেণির এক পড়ুয়ার বিরুদ্ধে। আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন পড়ুয়া।

পরিবারের দাবি, বনগাঁ নগেন্দ্রনাথ বিদ্যাপীঠে পরীক্ষা চলছিল। পরীক্ষা দিতে গিয়েছিলেন নবম শ্রেণির পড়ুয়া। পরিবারের দাবি, পরীক্ষা দিয়ে স্কুলের গেটে থেকে বেরিয়ে দেখেন কয়েকজন পড়ুয়াদের মধ্যে ঝামেলা চলছে। সেই ঝামেলা মিটাতে গেলে অষ্টম শ্রেণির এক পড়ুয়া তার পিঠে ছুরি দিয়ে আঘাত করে।

পরিবারের আরও দাবি, এই ঘটনার পর আহত পড়ুয়াকে হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় শিক্ষকেরা। পরবর্তীতে পরিবারের লোকেরা তাকে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন রয়েছে আহত ওই পড়ুয়া। কী কারণে তাঁকে ছুরি মারা হয়েছে তা নিয়ে ধন্দে পরিবার। এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য অভিভাবকদের মধ্যে। পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। পুলিশ সূত্রে খবর কী কারণে এই হামলা, তার তদন্ত শুরু হয়েছে। এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, খোঁজ খবর নিয়ে তিনি পরে জানাবেন। এর চেয়ে বেশি তিনি কিছু বলতে চাননি। কিন্তু এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই স্কুলের ছাত্রদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।