AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bratya Basu: দাবিটাই জানাচ্ছেন না আন্দোলনকারীরা, দাবি ব্রাত্য বসুর

Sacked Teachers Protest: ব্রাত্য বসুর দাবি, আন্দোলনকারীরা যখন বিকাশ ভবনের সামনে বসেন, তখন তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল, কী দাবি তাঁদের, তাঁরা কোনও স্মারকলিপি দিতে চান কি না। কিন্তু তাঁরা কোনও উত্তর দেননি বলেই দাবি ব্রাত্যর।

Bratya Basu: দাবিটাই জানাচ্ছেন না আন্দোলনকারীরা, দাবি ব্রাত্য বসুর
ব্রাত্য বসুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 19, 2025 | 7:33 PM
Share

ব্যারাকপুর: ‘শিক্ষকরা কেন আন্দোলন করছে, তা জানতেই পারছি না’। এমনটাই বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আন্দোলনকারীদের দাবি সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। বিকাশ ভবনের সামনে এখনও জারি রয়েচে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন। ব্যারাকপুর সাংগঠনিক জেলা মিটিং তে জানালেন ব্রাত্য বসু।

সোমবার সাংবাদিক বৈঠকে আন্দোলনরত শিক্ষকদের সম্পর্কে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “যাঁরা আন্দোলন করছেন, তাঁরা কিছুই জানাচ্ছেন না। আমাকে জানতে হচ্ছে মিডিয়ার কাছ থেকে।” ব্রাত্য বসুর দাবি, আন্দোলনকারীরা যখন বিকাশ ভবনের সামনে বসেন, তখন তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল, কী দাবি তাঁদের, তাঁরা কোনও স্মারকলিপি দিতে চান কি না। কিন্তু তাঁরা কোনও উত্তর দেননি বলেই দাবি ব্রাত্যর।

শিক্ষামন্ত্রী বলেন, “মিডিয়া থেকে জানতে পেরেছি, ওরা পরীক্ষা দেবে না বলে দাবি করেছে। কিন্তু পরীক্ষা যে দিতে হবে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ।” আপাতত রাজ্য় সরকারের আইনি লড়াইতে ভরসা রাখার কথা বলেছেন ব্রাত্য বসু। তিনি চান, শীর্ষ আদালতে রাজ্যের তরফে যে রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে, তার উপর ভরসা রাখুন ও সহযোগিতা করুন আন্দোলনকারীরা।