BSF Jawans news update: প্রায় ২ কোটি টাকার বেশি সোনা উদ্ধার BSF-এর, সেগুলো জওয়ানরা কী করলেন জানলে চমকে যাবেন

BSF: ভারতে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করলেন বিএসএফ জওয়ানরা। ৬৭ ব্যাটালিয়নের জওয়ানরা লক্ষ্মীপুর এলাকায় এই পাচারের চেষ্টা ব্যর্থ করেছেন। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা বেজে ৪৫ মিনিট নাগাদ একটি সন্দেহজনক মোটর বাইক আসতে দেখেন বিএসএফ জওয়ানরা।

BSF Jawans news update: প্রায় ২ কোটি টাকার বেশি সোনা উদ্ধার BSF-এর, সেগুলো জওয়ানরা কী করলেন জানলে চমকে যাবেন
সোনা উদ্ধার বিএসএফ জওয়ানদেরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 25, 2025 | 6:46 PM

উত্তর ২৪ পরগনা: সন্দেহ আগেই হয়েছিল। সেই মতো গোটা এলাকা ঘিরে ফেলেন বিএসএফ জওয়ানরা। তারপর ক্রমাগত তল্লাশি চালানো শুরু করেন তাঁরা। এরপরই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় তাঁদের। এত সোনা? স্তম্ভিত হয়ে পড়েন জওয়ানরা। আটক হন এক পাচারকারী।

ভারতে সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করলেন বিএসএফ জওয়ানরা। ৬৭ ব্যাটালিয়নের জওয়ানরা লক্ষ্মীপুর এলাকায় এই পাচারের চেষ্টা ব্যর্থ করেছেন। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৭টা বেজে ৪৫ মিনিট নাগাদ একটি সন্দেহজনক মোটর বাইক আসতে দেখেন বিএসএফ জওয়ানরা। ওই ব্যক্তিকে আটক করেন তাঁরা। এলাকা ঘিরে ফেলে দেদার তল্লাশি শুরু হয়। তখনই উদ্ধার হয় সোনাগুলি।

বিএসএফ সূত্রে খবর, জওয়ানরা লাগাতার তল্লাশি চালান। এরপর বাইকের সিট কভারের নিচে প্ল্যাস্টিকের টেপে মোড়ানো দুটি প্যাকেট লক্ষ করেন। সেই প্যাকেট থেকেই সোনার বিস্কুটগুলি উদ্ধার হয়। প্রায় ষোলোটি বিস্কুট বাজেয়াপ্ত করেন জওয়ানরা। একই সঙ্গে অভিযুক্তকে লক্ষ্মীপুর সীমান্ত ফাঁড়িতে আনা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, চোরাচালানকারী জানিয়েছেন, লক্ষ্মীপুর গ্রামের এক ব্যক্তির কাছ থেকে সোনা পেয়েছিলেন তিনি। বয়রা গ্রাম হয়ে বনগাঁ বাসস্ট্যান্ডে এক অজ্ঞাত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন। এই কাজের বিনিময়ে,তাঁকে প্রতি কেজি ১,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে, বিএসএফের সতর্কতার কারণে, চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং চোরাচালানকারীকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত হওয়া সোনার মোট ওজন ২.৪৫১ কেজি, যার আনুমানিক মূল্য ২,৪২,৯৪,৯৬০ টাকা। উদ্ধার করা সোনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।