AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSF: গোয়েন্দাদের খবর হল পাক্কা, ভোটের বাংলায় উদ্ধার ১২ কোটির ‘সম্পত্তি’!

BSF: ২৫ মে সীমান্ত চৌকি গুনারমঠের সীমান্ত গ্রামের হালদারপাড়ের বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলা হয়। তারপর তল্লাশি চালানো হয়। একটি কাপড়ের বেল্টে লুকিয়ে রাখা সোনার চালান ধরা পড়ে। কাপড়ের বেল্ট খুললে বিভিন্ন সাইজের ৮৯টি সোনার বিস্কুট পাওয়া যায়।

BSF: গোয়েন্দাদের খবর হল পাক্কা, ভোটের বাংলায় উদ্ধার ১২ কোটির 'সম্পত্তি'!
১২ কোটির সোনার বিস্কুট উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 26, 2024 | 2:59 PM
Share

উত্তর ২৪ পরগনা: ভারত-বাংলাদেশ সীমান্তে ১২ কোটি টাকার ১৬ কেজি সোনার ৮৯ বিস্কুট-সহ একজন চোরাকারবারীকে আটক করেছে।  ভারত-বাংলাদেশ সীমান্তের হালদারপাদা সীমান্ত গ্রামে বিএসএফ গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে বিএসএফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।  চৌকি গুনারমঠের ০৫ ব্যাটালিয়নের সতর্ক বিএসএফ জওয়ানরা সেখানকার বাসিন্দার বাড়ি থেকে বিভিন্ন আকারের ৮৯টি সোনার বিস্কুট উদ্ধার করে। চোরাকারবারি এই সোনার চালানটি বাংলাদেশ থেকে ভারতে পাচার করার পর নিজের বাড়িতে রেখেছিলেন। সোনার মোট ওজন ১৬.০৬৭ কেজি। আনুমানিক বাজার মূল্য ১২ কোটি টাকা।

২৫ মে সীমান্ত চৌকি গুনারমঠের সীমান্ত গ্রামের হালদারপাড়ের বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলা হয়। তারপর তল্লাশি চালানো হয়। একটি কাপড়ের বেল্টে লুকিয়ে রাখা সোনার চালান ধরা পড়ে। কাপড়ের বেল্ট খুললে বিভিন্ন সাইজের ৮৯টি সোনার বিস্কুট পাওয়া যায়। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ওই ব্যক্তিকে সোনার চালানসহ সীমান্ত চৌকি কল্যাণীতে নিয়ে আসা হয়।

জেরায় ধৃত স্বীকার করেছে, ২০২৪ সালের মার্চ মাসের শেষ সপ্তাহে, তিনি বাংলাদেশ থেকে একজন স্বর্ণ চোরাকারবারীর সঙ্গে দেখা করেছিলেন। তিনি তাঁকে বলেছিলেন, তাঁর সোনার চালান বাড়িতে লুকিয়ে রাখার জন্য তিনি তাকে প্রতিদিন ৪০০ টাকা দেবেন। যার জন্য তিনি রাজি হয়ে এ কাজে যোগ দেন। এরপর অজ্ঞাত চোরাকারবারি তার বাড়িতে সোনার চালান নিয়ে আসতে থাকে।

২৫ মে রাত ১২.৪০ নাগাদ একজন অজ্ঞাত চোরাকারবারী তাকে বাড়িতে লুকানোর জন্য ৮৯ টি স্বর্ণের বিস্কুট ও সোনার ইট দিয়েছিল। এই চক্রের চাঁইয়ের খোঁজ করছেন তদন্তকারীরা।