
উত্তর ২৪ পরগনা: একদিকে বাংলাদেশ অন্য দিকে পাকিস্তান। দুই প্রতিবেশীর ‘অত্যাচারে’ কার্যত তিতিবিরক্ত ভারত। কাশ্মীরের ঘটনা যেই সময় নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে, সেই সময় আবার ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারের চেষ্টা ক্রমাগত চালিয়ে যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। তবে ময়দানে রয়েছে বিএসএফ (BSF)-ও। ১১ লক্ষ টাকার মাদক পাচার ব্যার্থ করেছেন আধা সেনার জওয়ানরা।
উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ১০২ ব্যাটালিয়নের বিএসএফ সীমান্ত ফাঁড়ির গোঝাডাঙ্গার জওয়ানরা গোপন সূত্রে এই বেআইনি পাচারের খবর পেয়েছিলেন। সেই মতোই সতর্ক ছিলেন তাঁরা। এবার এ দিন মধ্যরাতে আড়াইটে নাগাদ চারজনকে কাঁটাতারহীন জায়গা থেকে ভারত থেকে বাংলাদেশের দিকে যেতে দেখেন জওয়ানরা। সেই সময় চারজন বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করে বিএসএফ। অভিযুক্তদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ২১ কেজি গাঁজা এবং ২৪ লিটার কাশির সিরাপসহ ৩৬৪ বোতল উদ্ধার হয়।
এরপর জেরার সময় গ্রেফতার হওয়া এক পাচারকারী স্বীকার করে সে বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলে গাঁজা,ফেনসিডিল এবং ইয়াবা ট্যাবলেটের মতো মাদকদ্রব্য বিতরণ ও সরবরাহের সাথে জড়িত। দীর্ঘ পাঁচ বছর ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। অভিযুক্ত জানিয়েছে, এর আগে জানুয়ারিতে ফেনসিডিল চোরাচালানের একটি মামলায় বিজিবির ৩৩তম ব্যাটালিয়ন তাকে গ্রেফতার করেছিল। পঁয়ত্রিশ দিন জেলে কাটিয়ে ফের সেই একই কাজ করা শুরু করেছিল। এ প্রসঙ্গে দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ-এর জনসংযোগ আধিকারিক বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে অভিযান এবং চোরাচালানের প্রচেষ্টা বন্ধে এটি একটি বড় সাফল্য।