
স্বরূপনগর: ফের আক্রান্ত বিএসএফ। সীমান্তে বিএসএফ জওয়ানদের উপর ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ একদল বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাচারকারীর। পাল্টা চলল পর পর গুলি। প্রাণের ভয়ে জঙ্গলের মধ্যে দিয়ে পালাল দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় ওই জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের তারালি ১ বর্ডার আউটপোস্ট এলাকায়।
বিএসএফের কর্তব্যরত জওয়ানরা লক্ষ্য করেন, সীমান্তের ওপারে আচমকা পাঁচ থেকে ছয় জন জড়ো হয়েছেন। অন্যদিকে, ভারতীয় সীমান্তের দিকে আরও কয়েকজন জড়ো হয়ে রয়েছে। কিন্তু তাঁদের গতিবিধি দেখে মনে সন্দেহ দানা বাঁধে টহলরত বিএসএফ জওয়ানদের। কী হতে চলেছে বুঝতে পেরেই ছুটে আসেন বিএসএফ জওয়ানরা। আর তখনই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা।
সূত্রের খবর, বিএসএফ জওয়নরা আসছে দেখেই টর্চের আলো বন্ধ করে দেয় দুষ্কৃতীরায মূহূর্তেই ধারাল অস্ত্র, রড, শাবল জওয়ানদের উদ্দেশ্য করে ছুঁড়তে থাকে। এমনকি এলোপাথাড়িভাবে পাথরও উড়ে আসতে থাকে। সঙ্গে চলে অশ্রাব্য ভাষায় গালিগালাজও।
পাল্টা জওয়ানরাও ঝাঁপিয়ে পড়েন দুষ্কৃতীরা। তখনই দুস্কৃতীদের ধারাল অস্ত্রে গুরুতরভাবে জখম হন এক বিএসএফ জওয়ান। অন্যদিকে বিএসএফের পাল্টা আক্রমণে জখম হয় দুষ্কৃতীও। তাঁদের ধরে ফেলে বিএসএফ। অন্য দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করেন এক বিএসএফ জওয়ান। তবে আর তাঁদের আর ধরা যায়নি। অন্ধকারে গা ঢাকা দেয়। যে দু’জন ধরা পড়েছে তাঁদের কাছ থেকে প্রচুর পরিমাণে গাঁজা, ফেনসিডিল অন্যান্য পাচারের সামগ্রী উদ্ধার হয়েছে।