
বাগদা: সীমান্তে সদা-সতর্ক বিএসএফ। অনুপ্রবেশ ইস্যুতে তৎপর তাঁরা। শুধু তাই নয়, ক্রমাগত পাচারও রুখে চলেছেন। বুধবারের পর বৃহস্পতিবারও ফের সাফল্য পেলেন তাঁরা। উত্তর ২৪ পরগনার লক্ষ্মীপুর এলাকার পর এবার বাগদা সীমান্তে বিএসএফের বড় সাফল্য। সাইকেলের টায়ারে লুকানো ২.৩১ কোটি টাকার সোনা উদ্ধার করল আধা সেনা।
বাগদার ৫৯ ব্যাটালিয়নের অধীনে সীমান্ত ফাঁড়ি জিৎপুরের সজাগ জওয়ানরা উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালান জওয়ানরা। তখনই ২০টি সোনার বিস্কুট উদ্ধার করেছেন। পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধার হয় ২.৩৬৭ কেজি সোনার বিস্কুট। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৩১ লক্ষ ২২ হাজার ৭৫৬.৭০ টাকা।
বিএসএফ সূত্রে খবর, এ টহল দেওয়ার সময় এক ব্যক্তিকে দেখেন সাইকেল চালিয়ে যেতে। তবে জওয়ানদের সাইকেলের পিছনের টাওয়ার অস্বাভাবিক ভাবে ফুলে থাকতে দেখেন তাঁরা। তাতেই সন্দেহ হয়। জওয়ানরা টায়ারটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা শুরু করেন। সঙ্গে-সঙ্গে ব্যক্তিটি হঠাৎ সাইকেলটি ফেলে কাশীপুর গ্রামের দিকে পালিয়ে যায়। তারপরই উদ্ধার হয় টাকাগুলি।