বারাসত: ফের উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা। সীমান্তবর্তী এলাকা থেকে কোটি টাকার সোনা সহ এক মহিলা পাচারকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। বৃহস্পতিবারই উত্তর ২৪ পরগনায় বাংলাদেশ সীমান্তে পেট্রাপোলের কাছে টহল দেওয়ার সময় ওই মহিলাকে আটক করে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় সোনার বিস্কুট সহ প্রচুর সোনা উদ্ধার হয়। বিএসএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া সোনার মোট মূল্য ১ কোটি ২৯ লক্ষ ৩২ হাজার ১৩৩ টাকা।
সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের তরফে জানানো হয়েছে, ২৭ রকমের গোল্ড বার পাওয়া গিয়েছে, যার ওজন ২.১৪৫ কেজি। জানা গিয়েছে, বিএসএফের মহিলা জওয়ানদের কাছে গোপন সূত্রে খবর এসেছিল। তাঁরা জানতে পেরেছিলেন, এক মহিলা পাচারকারী সীমান্তের দিকে যেতে পারেন।
মহিলাকে দেখতে পেয়েই তাঁকে থামিয়ে তল্লাশি চালায় বিএসএফ। তাঁর পোশাকের ভিতর থেকেই বেরিয়ে আসে একের পর এক সোনার বাট। বেশিরভাগটাই কোমরে বাঁধা ছিল। ধৃতের নাম মনিকা ধর। ৩৪ বছর বয়সী ওই মহিলা বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
জিজ্ঞাসাবাদেই মহিলা স্বীকার করে নেন চট্টগ্রামের বাসিন্দা সুমন ধর তাঁকে ওই সোনা দিয়েছেন। বারাসতে কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির হাতে সেই সোনা দেওয়ার কথা ছিল তাঁর। এই কাজের জন্য তাঁর ২ হাজার টাকা পাওয়ার কথা ছিল বলেও জানিয়েছেন ওই মহিলা।
শুল্ক দফতরের হাতে ওই সোনা তুলে দেওয়া হয়েছে। বিএসএফের দাবি, প্রতিনিয়ত এভাবে সোনা পাচারকারীদের ধরা হচ্ছে। তাদের সব ছক ভেস্তে দেওয়া হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের কাছে বিএসএফের অনুরোধ, যাতে সন্দেহজনক কিছু দেখলেই তা বিএসএফকে জানানো হয়।