Kamarhati Municipality: কামারহাটি পুরসভায় এল CBI-এর চিঠি, তলব ৩৪ জন কর্মীকে

Kamarhati Municipality: তবে শুধু বরানগর বা কামারহাটি নয়, প্রায় ৬০ থেকে ৭০টি পুরসভা রয়েছে আতস কাচের নীচে। এমনকী বহু প্রভাবশালীর ব্যক্তির নাম জড়াতে পারে বলেই কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর।

Kamarhati Municipality: কামারহাটি পুরসভায় এল CBI-এর চিঠি, তলব ৩৪ জন কর্মীকে
কামারহাটি পুরসভাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 22, 2023 | 12:32 PM

কামারহাটি: শিক্ষক নিয়োগ দুর্নীতির পর পুর নিয়োগ দুর্নীতির তদন্তেও তৎপর কেন্দ্রীয় সংস্থা। বরানগরের পর এবার কেন্দ্রীয় সংস্থার নজরে উত্তর ২৪ পরগনার আরও এক পুরসভা। কামারহাটি পুরসভায় সিবিআই-এর তরফে চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পুরসভা থেকে বেশ কিছু নথি তলব করার পাশাপাশি ৩৪ জন কর্মীকে তলব করা হয়েছে। নিয়োগে বেনিয়মের অভিযোগে এই তদন্ত চলছে। পুর প্রধান গোপাল সাহা জানিয়েছেন, নির্দেশ মেনে সব নথি পাঠিয়েছেন তিনি।

সিবিআই-এর নির্দেশ মতো পুরসভার কর্মীরা নির্দিষ্ট সময়ে সিবিআই দফতরে হাজিরা দেবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি সিবিআই যে সমস্ত নথি চেয়ে পাঠিয়েছে সে সমস্ত নথিও পাঠানো হয়েছে। পুরপ্রধান গোপাল সাহা বলেন, “সব তথ্য পাঠানো হয়েছে। ওঁরা যা চাইবেন, তা পাঠাতে হবে। এটাকে হেনস্থা বলব না। তদন্ত করতে গিয়ে কিছু কিছু জিনিস দরকার হতেই পারে।”

তবে শুধু বরানগর বা কামারহাটি নয়, প্রায় ৬০ থেকে ৭০টি পুরসভা রয়েছে আতস কাচের নীচে। এমনকী বহু প্রভাবশালীর ব্যক্তির নাম জড়াতে পারে বলেই কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর। তদন্তে উঠে আসতে পারে মন্ত্রী বা বিধায়কের নামও। প্রভাবশালী রাজনীতিকরা প্রভাব খাটিয়ে পরিচিত লোকজনকে চাকরি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই ইডি আদালতে জানিয়েছে, পুর নিয়োগ দুর্নীতি বুর্জ খলিফার সমান। দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, কোচবিহার, বাঁকুড়া ও মালদহ- এই জেলাগুলিতে কেন্দ্রীয় সংস্থার নজর রয়েছে বলে জানা যাচ্ছে।