কলকাতা: ভর দুপুরে ফের সন্দেশখালি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সন্দেশখালিতে সিবিআই-এর টিম। উল্লেখ্য, মহিলাদের উপর অত্যাচারের যে সব অভিযোগ উঠে এসেছে, সেই অভিযোগগুলির সূত্র ধরেই এদিন সন্দেশখালিতে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যে সন্দেশখালি সম্প্রতি অভিযোগে অভিযোগে ভরে গিয়েছিল, সেই আন্দোলনের অন্যতম ভরকেন্দ্র ছিল পাত্রপাড়া। শনিবার সেই ভরকেন্দ্র পাত্রপাড়াতেই সিবিআই-এর অভিযান। যে সব মহিলারা অভিযোগ তুলেছিলেন, সেই অভিযোগকারিণীদের বাড়িতে গিয়ে কথা বলছেন সিবিআই-এর অফিসাররা।
উল্লেখ্য, সম্প্রতি সন্দেশখালির ঘটনাক্রম গোটা রাজ্য তথা জাতীয় রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। সন্দেশখালির সাম্প্রতিক এই ঘটনাক্রমের সূত্রপাত হয়েছিল গত ৫ জানুয়ারি। রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকতে গিয়ে হামলার মুখে পড়েছিলেন ইডির অফিসাররা। এক তীব্র জনরোষের সাক্ষী থেকেছিলেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা।
তারপর থেকেই খেলা ঘুরতে শুরু করেছিল সন্দেশখালিতে। এক ঐক্যবদ্ধ প্রতিবাদের ছবি দেখা গিয়েছিল গ্রামবাসীদের। জমি দখলের অভিযোগ থেকে শুরু করে মাছের ভেড়িকে কেন্দ্র করে বিস্তর অভিযোগ উঠে এসেছিল। একইসঙ্গে সন্দেশখালির মহিলারাও তাঁদের উপর বিভিন্ন অত্যাচারের অভিযোগ তুলে ধরেছিলেন সংবাদমাধ্যমের সামনে।
সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় ইতিমধ্য়েই গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান। আর আর সন্দেশখালির মহিলাদের অভিযাগের কথাও শুনতে চাইছেন কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা। সেই সূত্র ধরেই শনিবার দুপুরে ফের সন্দেশখালির পাত্রপাড়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান বলে জানা যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আজ সন্দেশখালির পাত্রপাড়ায় কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।