Bongaon: গাড়িতে শিকল! ঠাকুরবাড়িতে ঝামেলায় জড়ালেন দুই ভাই

Thakurbari: সুব্রতর দাবি, মণ্ডল সভাপতি না থাকায় ওই এলাকায় তৃণমূল এবং বামেরা জায়গা পেয়ে যাচ্ছে। যার ফলে কর্মীদের মধ্যে ক্ষোভ জমেছে। সুব্রতর দাবি, "আজকে বিক্ষুব্ধ কর্মীদের মধ্যেই কেউ কেউ বিকাশ ঘোষের গাড়িতে তালা দিয়ে দিয়েছে। আমি তালা দিইনি।"

Bongaon: গাড়িতে শিকল! ঠাকুরবাড়িতে ঝামেলায় জড়ালেন দুই ভাই
প্রকাশ্যে ঝামেলায় শান্তনু-সুব্রতImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 21, 2025 | 6:22 PM

বনগাঁ: মণ্ডল সভাপতির নাম ঘোষণা করছে না জেলা সভাপতি। আর সেই অভিযোগ তুলে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বনগাঁ জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষের গাড়িতে শিকল দিয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ সুব্রত ঠাকুরের অনুগামীদের বিরুদ্ধে, গাড়ি শিকল মুক্ত করা নিয়ে শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের বাদানুবাদ। উত্তপ্ত ঠাকুরবাড়ি চত্বর।  চার মাস ধরে গাইঘাটা মণ্ডল ১ এর সভাপতির নাম ঘোষণা করছে না বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বিকাষ ঘোষ।

রবিবার দুপুরে জেলা বিজেপি সভাপতি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের সঙ্গে দেখে করতে আসলে তাঁর গাড়ির চাকায় শিকল দিয়ে তালা দিয়ে দেন গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর ও তার অনুগামীরারা। সুব্রত ঠাকুরের দাবি, চার মাস ধরে গাইঘাটা মণ্ডল ১ -এর মন্ডল সভাপতি দেওয়ার কথা বলে যাচ্ছেন জেলা সভাপতি বিকাশ ঘোষ। কিন্তু এখনও পর্যন্ত তা হয়নি।

সুব্রতর দাবি, মণ্ডল সভাপতি না থাকায় ওই এলাকায় তৃণমূল এবং বামেরা জায়গা পেয়ে যাচ্ছে। যার ফলে কর্মীদের মধ্যে ক্ষোভ জমেছে। সুব্রতর দাবি, “আজকে বিক্ষুব্ধ কর্মীদের মধ্যেই কেউ কেউ বিকাশ ঘোষের গাড়িতে তালা দিয়ে দিয়েছে। আমি তালা দিইনি।”

জেলা সভাপতির গাড়িতে তালা দেওয়া হয়েছে শুনে জেলা সভাপতির গাড়ির তালামুক্ত করেন কেন্দ্র প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর । সেই সময় শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর দুই ভাইয়ের মধ্যে বাগবিদণ্ড হতে দেখা যায়। শান্তনু ঠাকুর বলেন,  “মণ্ডল সভাপতি নিয়ে কোন অভিযোগ থাকলে সেটা বসে আলোচনা করে করা যেত। সুব্রত ঠাকুর গাড়িতে তালা দিয়ে ভাল করেনি।” যদিও জেলা বিজেপি সভাপতি বলেন,  “যা বলার শান্তনু ঠাকুর বলেছেন, আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না।”

এই বিষয়ে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর বলেন,  “আমরা আওয়াজ শুনতে পাচ্ছিলাম দুই ভাইয়ের মধ্যে চেঁচামেচি হচ্ছিল। জানতে পারলাম সভাপতি গাড়িতে তালা মেরে রেখেছিল। এটা বিজেপির ব্যাপার, আগামীতে আরও হবে।”