বিধাননগর: বৃদ্ধ ব্যক্তিকে ঘরে তালাবন্ধ করে রাখার অভিযোগ উঠল মেয়ের বিরুদ্ধে। অভিযোগ প্রায় ১৫-১৬ দিন ধরে ওই বৃদ্ধ আকটে রয়েছেন বলে অভিযোগ। তাঁর চিৎকার শুনে আটকে থাকার খবর জানতে পারেন প্রতিবেশীরা। তাঁরাই যোগাযোগ করেন ওই ব্যক্তির মেয়ের সঙ্গে। কিন্তু তাঁর মেয়ে জানান তিনি দিল্লিতে রয়েছেন। তাঁর বাবাকে খাবার দিতে। তিনি কয়েক দিন পরই ফিরবেন। কিন্তু অভিযোগ, ১৫ দিন পেরিয়ে গেলেও ফেরেননি ওই ব্যক্তির মেয়ে। এমনকি তাঁর ফোনে যোগাযোগ করলেও ফোন সুইচড অফ ছিল বলে অভিযোগ। প্রতিবেশীরা বাধ্য হয়ে খবর দেন বিধাননগর পুলিশকে। তাঁরা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন ওই বৃদ্ধের। যদিও তালা ভেঙে ওই বৃদ্ধকে এখনও উদ্ধার করা হয়নি। তাঁর মেয়ের ফিরে আসার অপেক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে।
বিধাননগর বিডি ২৫০ নম্বর বাড়িতে থাকেন ওই বৃদ্ধ। তিনি এগ্রিকালচার দফতরের অবসরপ্রাপ্ত কর্মী। তাঁর নাম সুনীল দত্তগুপ্ত। সল্টলেকে মেয়ে সর্বানি দত্তগুপ্তের সঙ্গে থাকেন তিনি। কিন্তু প্রতিবেশীদের অভিযোগ প্রায়শই বাবাকে ঘরে তালা দিয়ে রেখে বাইরে চলে যান মেয়ে সর্বানি। এ বার প্রায় ১৫ দিন ধরে নেই তিনি। তাঁর খোঁজও পাওয়া যাচ্ছে না। বৃদ্ধ ঘরে বন্দি রয়েছেন জেনে প্রতিবেশীরা খবর দেন পুলিশে। সর্বানির সঙ্গেও যোগাযোগ করেন তাঁরা। সর্বানির কথা মতো প্রতিবেশীরা দুবেলা করে খাবারও দিচ্ছেন ওই অবসরপ্রাপ্ত ব্যক্তি। কিন্তু তাঁর মেয়ের সঙ্গে সম্প্রতি যোগাযোগ করা যাচ্ছে না বলে অভিযোগ।
বিষয়টি নিয়ে ওই বৃদ্ধের এক প্রতিবেশী বলেছেন, “আমরা চিৎকার শুনে এগিয়ে আসি। তার পর ওই বৃদ্ধের বন্দি থাকার বিষয়টি জানতে পারি। পুলিশে খূর দিয়েছিলাম আমরা। কিন্তু ওনার মেয়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ওই বৃদ্ধও মানসিক ভাবে পুরোপুরি স্থিতিশীল নয়। ঘরের মধ্যে উনি শৌচকর্ম করছেন বলে মনে হচ্ছে। খুব দুর্গন্ধ বেরোচ্ছে।”