Deadbody Recover: ঘরের মধ্যে ঝুলছে দেহ, নেপথ্যের কারণ নিয়ে ধোঁয়াশা
Deadbody Recover: বসিরহাটের মিনাখাঁ থানার মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতের বগীরহুলার ঘটনা। পরিবার সূত্রে খবর, মৃতের নাম সমীরণ মণ্ডল (২৬)। আজ সকালে তাঁরই ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তারপর তারা মিনাখাঁ থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সমীরণ মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন।
বসিরহাট: সাত সকালে ঝুলন্ত দেহ উদ্ধার এক যুবকের। বাড়ির সদস্যরাই এ দিন ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। তারপর তারা মিনাখাঁ থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
বসিরহাটের মিনাখাঁ থানার মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতের বগীরহুলার ঘটনা। পরিবার সূত্রে খবর, মৃতের নাম সমীরণ মণ্ডল (২৬)। আজ সকালে তাঁরই ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তারপর তারা মিনাখাঁ থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সমীরণ মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ। তবে এটি পারিবারিক বিবাদের জেরেই আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা হাসানুজ্জামান বলেন, “উনি কী কারণে আত্মহত্যা করলেন জানি না। আমরা শুনলাম বাড়িটিতে দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়েছে। তারপর ওকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে।”