Deganga School: শিক্ষকের বিরুদ্ধে মিড ডে চাল চুরির অভিযোগ

Deganga School: দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে দেখা যায় স্কুলের শৌচাগারের মধ্যে ড্রামে করে চাল চুরি করে রেখে দিয়েছেন টিআইসি সমীর কুমার দে।

Deganga School: শিক্ষকের বিরুদ্ধে মিড ডে চাল চুরির অভিযোগ
দেগঙ্গা স্কুলে উত্তেজনাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2023 | 12:43 PM

বারাসত: মিড ডে মিলের চাল নিয়ে দীর্ঘদিন ধরেই গরমিল চলছে, তা আঁচও করতে পেরেছিলেন গ্রামবাসীরা। কিন্তু সেভাবে হাতেনাতে ধরা পড়ছিল না কিছুই। স্কুলের শৌচাগারে ঢুকতেই চক্ষু চড়কগাছ গ্রামবাসীদের।  থরে থরে সাজানো রয়েছে ড্রাম। আর তার ভিতরেই রয়েছে ‘সম্পদ’। পর্দাফাঁস হয় স্কুল শিক্ষকদের। মিড ডে মিলের চাল চুরি করে শৌচাগারের মধ্যে রেখে দিয়ে হাতেনাতে ধরা পড়লেন স্কুলের শিক্ষক। শিক্ষকদের ধরে তালা মেরে আটকে রাখলেন গ্রামবাসীরা। উত্তম মধ্যম দেওয়া হয় স্কুল শিক্ষকদের।  এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের রাজুুক বেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।

গ্রামবাসীদের অভিযোগ, ওই স্কুলের টিআইসি সমীর কুমার দে দীর্ঘদিন ধরে স্কুল থেকে চাল চুরি করছেন। মিড ডে মিলের চুরির চাল শৌচাগারে লুকিয়ে রাখতেন। পাশাপাশি  ছাত্র-ছাত্রীদের সঙ্গেও দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। শনিবার সকালে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে স্কুলে যান। তালা দিয়ে স্কুলের টিআইসি সমীর কুমার দে এবং পার্শ্ব শিক্ষক চৈতন্য পালকে আটকে রাখেন।

দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে দেখা যায় স্কুলের শৌচাগারের মধ্যে ড্রামে করে চাল চুরি করে রেখে দিয়েছেন টিআইসি সমীর কুমার দে। এ বিষয় নিয়ে টিআইসি’র বিরুদ্ধে অভিযোগ করেন। স্কুলের পার্শ্ব শিক্ষক চৈতন্য পালের বক্তব্য, তাঁর স্বাক্ষর জাল করে দিনের পর দিন এই স্কুল থেকে চাল চুরি করে বিক্রি করা হচ্ছে।

গ্রামবাসীরা মিড ডে মিলের খাতা দেখতে গিয়ে চক্ষু চড়ক গাছ। গ্রামবাসীদের অভিযোগ,  প্রতিদিন ৪০-৫০ জন ছাত্রছাত্রী দেখিয়ে তাদের চাল চুরি করে নেন স্কুলের শিক্ষকরা। শনিবার সকালে গোটা বিষয়ের পর্দা ফাঁস হতেই বিক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা।  অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি করেছেন অভিভাবক তথা গ্রামবাসীরা। আপাতত পুলিশ অভিযুক্ত দুই শিক্ষককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করেছে।