Habra Fire : হাবড়ায় রেললাইন লাগোয়া বস্তিতে বিধ্বংসী আগুন, ব্যাহত ট্রেন পরিষেবা

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Dec 14, 2022 | 7:28 PM

Habra Fire : সন্ধ্যা নামার মুখে দাউদাউ করে জ্বলে উঠল হাবড়ার বস্তি, শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাহত রেল পরিষেবা।

Habra Fire : হাবড়ায় রেললাইন লাগোয়া বস্তিতে বিধ্বংসী আগুন, ব্যাহত ট্রেন পরিষেবা

Follow Us

হাবড়া: পশ্চিমের আকাশে সবে ঢলেছে সূর্য। ধীরে ধীরে ঘনাচ্ছে সন্ধ্যার আঁধারে ডাকা পড়ছিল চরাচর। অফিস ফেরত যাত্রীদের নিয়ে ফিরছিল ট্রেন। এরইমধ্যে আচমকা হাবড়ায় (Habra) রেললাইন লাগোয়া বস্তিতে দেখা গেল আগুনের লেলিহান শিখা। দাউদাউ করে জ্বলে উঠল নেহেরু বাগ এলাকার আস্ত বস্তি। তবে কী কারণে আগুন লাগল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘিঞ্জি এলাকা মুহূর্তেই আগুনের গ্রাসে চলে যায় একের পর এক বস্তি। হুড়োহুড়ি পড়ে যায় গোটা এলাকায়। আগুন নেভাতে এলাকার বাসিন্দারা নিজেরাই হাত লাগান।

  1. ইতমধ্যেই ঘটনাস্থলে এসেছে দমকলের দুটি ইঞ্জিন। আরও বেশ কিছু ইঞ্জিন আসতে পারে বলে শোনা যাচ্ছে। 
  2. অনেক বাড়িতেই গ্যাসের সিলিন্ডার থাকায় সেগুলিও ফেটে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
  3. ঘিঞ্জি এলাকা হওয়ায় সহজেই ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি।
  4. এলাকায় বাস কয়েক হাজার মানুষের। সব হারিয়ে পথে বসে কান্নায় ভেঙে পড়লেন বহু মানুষ।
  5. অফিসের ফিরতি সময়ে শিয়ালদা-বনগাঁ শাখায় ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক ভিড় দেখা যায় শিয়ালদা স্টেশনে। ঘরে ফিরবেন কী করে? যাত্রীদের মধ্যে বাড়তে থাকে দুশ্চিন্তা।
  6. শিয়ালদা স্টেশনে কার্যত থিকথিকে ভিড়ের ছবি দেখা যায়। ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভও প্রকাশ করতে দেখা যায় অনেককে।
  7. অবশেষে শেষ ট্রেন ছেড়ে যাওয়ার পর প্রায় ১ ঘণ্টা ১০ মিনিটের বেশি সময় পর ১০ নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হল বনগাঁ লোকাল।
  8. আগুন বর্তমানে নিয়ন্ত্রণে। ওই এলাকার প্রায় ৪০ থেকে ৫০টি বাড়ি পুরোপুরিভাবে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে দমকল সূত্রে খবর।
Next Article