Dilip Ghosh: সস্ত্রীক দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বেরিয়ে দিলীপ চাকরিহারাদের উদ্দেশে দিলেন বড় পরামর্শ
Dilip Ghosh: " চাকরিহারাদের সে ধরনাই বলুন, আর সরকারের সঙ্গে আলোচনা-বৈঠক- সবই নিস্ফলা হবে। এর কোন সমাধান হবে না! আদালত নির্দেশ দিয়েছে। আদালতেই সমাধান বেরোবে। তাই আমি বলব সব পক্ষই নিজের বক্তব্য নিয়ে আদালতের কাছেই আবেদন করুন।"

উত্তর ২৪ পরগনা: স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিতে গেলেন সদ্য বিবাহিত দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন তাঁর মা-ও। রাজ্যের মঙ্গল ও পশ্চিমবাংলায় বিজেপি সরকারের ক্ষমতা চেয়েই পুজো দিলেন। পুজো দিয়ে বেরিয়েই বললেন সে কথা। চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে রাখঢাক না করেই বললেন, এই আন্দোলনে আদৌ কিছু এসে যাবে না রাজ্য সরকারের।
দিলীপের কথায়, “ভগবানের কাছে শান্তি চাইলাম। যাতে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।” চাকরিহারাদের আন্দোলন প্রসঙ্গে বললেন, ” চাকরিহারাদের সে ধরনাই বলুন, আর সরকারের সঙ্গে আলোচনা-বৈঠক- সবই নিস্ফলা হবে। এর কোন সমাধান হবে না! আদালত নির্দেশ দিয়েছে। আদালতেই সমাধান বেরোবে। তাই আমি বলব সব পক্ষই নিজের বক্তব্য নিয়ে আদালতের কাছেই আবেদন করুন। সুপ্রিম কোর্ট তো সবার কথা শোনে। ১৮ হাজার চাকরি যেন ফেরত আসে, এটাই আমরা চাই।”
শালবনিতে মুখ্য়মন্ত্রী দাবি করেছেন, রাজ্যে ১০ হাজার লোকের চাকরি হয়েছে। সে প্রসঙ্গে দিলীপ বলেন, “কোথায় চাকরি পেয়েছে? বাংলায় নাকি উত্তরপ্রদেশ, বিহারে? এই রাজ্যে কোথাও চাকরি হয়েছে বলে তো জানা নেই। এখানে এসে দেখলাম তিন জন সিভিক পুলিশ রয়েছে, তাঁরাই বলছেন, যে টাকা তাঁরা পান, তাতে সংসার চলে না। উনি তো দেউচা পাচামিতে বলেছিলেন, এক লক্ষ লোকের চাকরি হয়েছে, কোথায় হল? এক ঝুড়ি কয়লাও বেরল না, আর কারোর চাকরিও হল না। শিক্ষকদের ডাকলেন কথা বলবেন বলে, সেখানে পার্টির লোকই ভরে গেল, শিক্ষকরা ঢুকতেই পারলেন না।”

