Sandeshkhali: ‘এখন পুলিশ সক্রিয় হয়েছে?’, সন্দেশখালিতে যেতে বাধা, ব্যারিকেড ভাঙল মীনাক্ষীরা

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 11, 2024 | 2:25 PM

Sandeshkhali: পুলিশের ব্যারিকেড ভেঙেই এগিয়ে গেলন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়রা। ফেরি পাড় করে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন তাঁরা। তবে, ফেরিঘাটের ফেরি চলাচল বন্ধ থাকায় ন্যাজটে আটকে যেতে হয় তাঁকে।

Follow Us

সন্দেশখালি যেতে বাধা সিপিএম-কে। উত্তর ২৪ পরগনার ন্যাজটে পুলিশের বাধার মুখে পড়লেন বাম-নেতৃত্ব। পুলিশের ব্যারিকেড ভেঙেই এগিয়ে গেলন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়রা। ফেরি পাড় করে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন তাঁরা। তবে, ফেরিঘাটের ফেরি চলাচল বন্ধ থাকায় ন্যাজটে আটকে যেতে হয় তাঁকে।

সর্বশেষ তথ্য উপরে

  1. মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “এই ফেরিঘাটের মালিক কে কেউ জানে না। কয়েকদিন হল এখানে বিডিও দুজন ব্রিজ বসিয়েছে। ন্যাজটে ব্রিজ কেন বানাচ্ছে না। যাতে ওরা লুটে খেতে পারে।”
  2. এ দিকে, ফেরিঘাট কেন বন্ধ তা নিয়ে পুলিশকে প্রশ্ন করা হলে তারা কোনও প্রতিক্রিয়া দেয়নি।
  3. সিপিএম নেত্রী কনিনীকা বোস ঘোষ বলেন, “ফেরি চালাতে বলেছি। টিকিট কাউন্টার খুলতে হবেই। আমরা যেখানে যাব সেখানে তো ১৪৪ ধারা নেই। তাহলে ঘাট বন্ধ করেছে কেন? এখন পুলিশ সক্রিয় হয়েছে?”
  4. কোনও নোটিস ছাড়াই ফেরি চলাচল বন্ধ করায় সমস্যায় সাধারণ মানুষ। একদিকে যেমন যাতায়াতে ভোগান্তি। তেমনই নোটিস ছাড়াই ফেরি বন্ধ করায় অসুবিধায় রোগীর পরিজনরাও। বামেদের দাবি, শুধুমাত্র তাদের আটকাতেই এই ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
  5. এ দিন প্রথমে পুলিশি ব্যারিকেড ভেঙে ন্যাজোট পৌঁছন মীনাক্ষীরা। তারপর ফেরিঘাট থেকে ফেরি ধরে সন্দেশখালি পৌঁছতে চান তাঁরা। অভিযোগ, ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
  6. আজও বাধার মুখে পড়তে হয় মীনাক্ষীদের। এরপর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাম নেতৃত্ব।
  7. বর্তমানে ১৪৪ ধারা জারি রয়েছে সন্দেশখালিতে। গতকাল যখন বিজেপি নেতাকর্মীরা সেখানে পৌঁছতে চান তাঁদেরও বাধার মুখে পড়তে হয়।

 

সন্দেশখালি যেতে বাধা সিপিএম-কে। উত্তর ২৪ পরগনার ন্যাজটে পুলিশের বাধার মুখে পড়লেন বাম-নেতৃত্ব। পুলিশের ব্যারিকেড ভেঙেই এগিয়ে গেলন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়রা। ফেরি পাড় করে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন তাঁরা। তবে, ফেরিঘাটের ফেরি চলাচল বন্ধ থাকায় ন্যাজটে আটকে যেতে হয় তাঁকে।

সর্বশেষ তথ্য উপরে

  1. মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “এই ফেরিঘাটের মালিক কে কেউ জানে না। কয়েকদিন হল এখানে বিডিও দুজন ব্রিজ বসিয়েছে। ন্যাজটে ব্রিজ কেন বানাচ্ছে না। যাতে ওরা লুটে খেতে পারে।”
  2. এ দিকে, ফেরিঘাট কেন বন্ধ তা নিয়ে পুলিশকে প্রশ্ন করা হলে তারা কোনও প্রতিক্রিয়া দেয়নি।
  3. সিপিএম নেত্রী কনিনীকা বোস ঘোষ বলেন, “ফেরি চালাতে বলেছি। টিকিট কাউন্টার খুলতে হবেই। আমরা যেখানে যাব সেখানে তো ১৪৪ ধারা নেই। তাহলে ঘাট বন্ধ করেছে কেন? এখন পুলিশ সক্রিয় হয়েছে?”
  4. কোনও নোটিস ছাড়াই ফেরি চলাচল বন্ধ করায় সমস্যায় সাধারণ মানুষ। একদিকে যেমন যাতায়াতে ভোগান্তি। তেমনই নোটিস ছাড়াই ফেরি বন্ধ করায় অসুবিধায় রোগীর পরিজনরাও। বামেদের দাবি, শুধুমাত্র তাদের আটকাতেই এই ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।
  5. এ দিন প্রথমে পুলিশি ব্যারিকেড ভেঙে ন্যাজোট পৌঁছন মীনাক্ষীরা। তারপর ফেরিঘাট থেকে ফেরি ধরে সন্দেশখালি পৌঁছতে চান তাঁরা। অভিযোগ, ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
  6. আজও বাধার মুখে পড়তে হয় মীনাক্ষীদের। এরপর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বাম নেতৃত্ব।
  7. বর্তমানে ১৪৪ ধারা জারি রয়েছে সন্দেশখালিতে। গতকাল যখন বিজেপি নেতাকর্মীরা সেখানে পৌঁছতে চান তাঁদেরও বাধার মুখে পড়তে হয়।

 

Next Article