Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali ED Raid : প্রায় সাড়ে ৯ ঘণ্টার অভিযান! শাহজাহানের বাড়ি সিল করে সরবেড়িয়া ছাড়ল ED

ED Raid in Bengal: সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়ি ঘিরে ফেলা হয়েছে। জওয়ানরা ঘিরে ফেলেছে তৃণমূল নেতার বাড়ি। ভাঙা হচ্ছে বাড়ির তালা। 

Sandeshkhali ED Raid : প্রায় সাড়ে ৯ ঘণ্টার অভিযান! শাহজাহানের বাড়ি সিল করে সরবেড়িয়া ছাড়ল ED
ইডি আধিকারিকImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2024 | 2:36 PM

সোমা দাস, আবদুল আজিজ

ভোর তখন ৪টে ৩৭। কেন্দ্রীয় বাহিনী জওয়ান নিয়ে ৩০টির বেশি গাড়ি প্রস্তুত হয় সিআরপিএফ ক্যাম্প থেকে। ভোজেরহাট ব্রিজ ক্রস করে বাম দিকে বাসন্তী হাইওয়ে ধরে এগোয় ইডি আধিকারিকদের কনভয়। এরপর ঘটকপুকুর ক্রস করে মালঞ্চ দিকে এগোয় কনভয়। তবে এত ভোর-ভোর কেন এই তৎপরতা প্রাথমিকভাবে কিছুই বোঝা যাচ্ছিল না। পরে জানা গেল আসল কারণ। রেশন দুর্নীতিতে অভিযুক্ত নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে উপস্থিত হলেন তাঁরা।

সর্বশেষ তথ্য় উপরে

  1. কী ঘটল আজ সকাল থেকে?

    ভোর তখন ৫টা ০৫। CRPF ক্যাম্প থেকে প্রায় ৩০ টি গাড়ি নিয়ে বেরোয় ইডির বড় কনভয়। এরপর সকাল ৭টা ০৫ নাগাদ সরবেড়িয়ায় শাহাজাহান শেখের বাড়িতে পৌঁছয় ইডি। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ পুলিশের সঙ্গে ইডি আধিকারিকদের তর্কাতর্কি বাধে সার্চ ওয়ারেন্ট দেখানো নিয়ে। সকাল ৭টা ২৫ নাগাদ তালা ভাঙার প্রক্রিয়া শুরু হয়। শাহজাহানের বাড়ির ভিতরে প্রবেশ করেলন ১৩ আধিকারিক। বেলা ১১টা নাগাদ শাহজাহানের আত্মীয়দের বাড়িতে ঢোকেন ইডি আধিকারিকরা। কথা বলেন পরিজনদের সঙ্গে। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে শাহজাহান শেখের বাড়ির বাইরের দরজায় লাগানো হয় হাজিরার নোটিশ। দুপুর ১টা ৫৫ মিনিটে আরও বেশ কয়েকটি কাগজ সাঁটিয়ে দেওয়া হয়। দুপুর ২টো ০৮ মিনিটে শাহজাহানের বাড়ি সিল করে দেন গোয়েন্দারা। দুপুর ২টো ২০ নাগাদ গোয়েন্দা আধিকারিকদের একটি দল বের হয় সরবেড়িয়া থেকে।

  2. শাহজাহানের ৩টি বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ল ED। তাঁর পরিজন অর্থাৎ ভাইয়ের বাড়িতে গিয়েও কড়া নাড়েন আধিকারিকরা। গোয়েন্দা আধিকারিক জানতে চান শাহজাহান কে হয়। চাবি রয়েছে কি না। বাড়ির ভিতর থেকে উত্তর আসে। শাহজাহানের ভাইয়ের স্ত্রী ভিতর থেকে উত্তর দেন। তিনি এই বিষয়ে কিছু জানেন না।
  3. বাড়িতে ঢোকার পর থেকেই শাহজাহানের ঘরের ভিতরের বাঙ্ক, আলমারি, সব ঘেঁটে দেখছেন গোয়েন্দারা।
  4. জানা গিয়েছে, শাহজাহানের বাড়ির আলমারি ভাঙা হয়েছে। তল্লাশি করে দেখা হচ্ছে, রেশন দুর্নীতির আদৌ কোনও নথি মেলে কি না।
  5. শাহজাহানের বাড়ির ভিতরের ছবি

  6. জানা গিয়েছে, মোট ১৩ জন আছেন শাহজাহানের বাড়ির ভিতরে। ৬ জন আধিকারিক, ২ জন স্থানীয় সাক্ষী, ৩ জন ইডির সাক্ষী, ১ জন তালা ভাঙার লোক, ১ জন ইডি ভিডিয়োগ্রাফার।
  7. রাজ্য পুলিশের এক আধিকারিক বলেন, “মোট পাঁচজন রয়েছেন সাক্ষী। দুজন আমাদের। তিনজন ওদের। রাজ্য পুলিশের আধিকারিকদের ভিতরে ঢুকতে দেয়নি। তবে যথাযথ সার্চ ওয়ারেন্ট নিয়েই আধিকারিকরা ভিতরে ঢুকেছেন।”
  8. ভাঙা হল শেখ শাহজাহানের বাড়ির দুটি তালা। শাহজাহানের বাড়ির ভিতরে ঢুকল ইডি। প্রথমে ঢুকলেন ভিডিয়োগ্রাফার। যিনি গোটা প্রক্রিয়ার ভিডিয়ো করছেন। তারপরে প্রবেশ তৃণমূল নেতার বাড়ি প্রবেশ করলেন ইডি আধিকারিকরা।
  9. তালা ভাঙার সময় দুজন স্থানীয় সাক্ষীকে নিয়ে আসা হয়েছ। সঙ্গে রয়েছে সার্চ ওয়ারেন্ট। তল্লাশি শুরুতেই রাজ্য পুলিশের সাথে ইডি-র আধিকারিকদের ঝামেলা। তালা ভাঙা নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে ইডি আধিকারিকদের বচসা।
  10. কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশও। লাঠি হেলমেট শিল্ড এবং কাঁদানে গ্যাস নিয়ে প্রস্তুত তারাও।
  11. সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়ি ঘিরে ফেলা হয়েছে। জওয়ানরা ঘিরে ফেলেছে তৃণমূল নেতার বাড়ি। ভাঙা হচ্ছে বাড়ির তালা। তালা ভাঙার লোক নিয়ে আসা হয়েছে কলকাতা থেকে।
  12. এ দিকে ইডির কনভয় ঢুকতেই বসিরহাট জেলা পুলিশের তৎপরতা তুঙ্গে। ইডির কনভয় টপকে একাধিক পুলিশের গাড়ি সরবেরিয়ার দিকে। সকাল ৬টা ৩৪ নাগাদ একটি বিয়েরবাড়িতে এসে উপস্থিত হয় দল।