Basirhat: ভুয়ো সাংবাদিকের পকেটে জাল টাকা! সঙ্গে উদ্ধার টাকা ছাপানোর কাগজ

Basirhat: অভিযুক্ত গৌতম বোসের বয়স পঁয়ত্রিশের কাছাকাছি। অভিযোগ, বেশ কয়েক বছর ধরে জেলার বিভিন্ন জায়গায় নকল পরিচয় পত্র, ভুয়ো প্রেস কার্ড বানিয়ে ঘুরত। শুধু তাই নয়, সেই প্রেস কার্ড দেখিয়ে একাধিক ব্যক্তিকে ভয় দেখিয়ে তোলাবাজিরও অভিযোগ উঠত তাঁর বিরুদ্ধে।

Basirhat: ভুয়ো সাংবাদিকের পকেটে জাল টাকা! সঙ্গে উদ্ধার টাকা ছাপানোর কাগজ
গৌতম বোস, ভুয়ো সাংবাদিকImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 25, 2023 | 2:04 PM

বসিরহাট: পুলিশের জালে নকল সাংবাদিক। ধৃতের কাছ থেকে উদ্ধার প্রায় ১০ হাজার টাকার জাল নোট। শুধু তাই নয়, উদ্ধার টাকা তৈরি কাগজ। রয়েছে নকল প্রেস কার্ড। অভিযুক্তের নাম গৌতম বোস। রবিবার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ।

অভিযুক্ত গৌতম বোসের বয়স পঁয়ত্রিশের কাছাকাছি। অভিযোগ, বেশ কয়েক বছর ধরে জেলার বিভিন্ন জায়গায় নকল পরিচয় পত্র, ভুয়ো প্রেস কার্ড বানিয়ে ঘুরত। শুধু তাই নয়, সেই প্রেস কার্ড দেখিয়ে একাধিক ব্যক্তিকে ভয় দেখিয়ে তোলাবাজিরও অভিযোগ উঠত তাঁর বিরুদ্ধে। ধৃতের বিরুদ্ধে একাধিক অভিযোগ থানায় জমা হয়।

এরপর তৎপর হয় পুলিশ। গ্রেফতার হয় গৌতম। ধৃতের কাছ থেকে যে চারচাকা গাড়ি পাওয়া গিয়েছে সেই গাড়ির ভিতর থেকে ২০০০ টাকার নকল নোট পাঁচটা, পাশাপাশি ২০০০ টাকা তৈরি করার সাদা পেপার উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তকে সোমবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তাকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে বসিরহাট থানার পুলিশ। ধৃতের সঙ্গে আন্তর্জাতিক জাল নোট কারবারিদের যোগ আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।