Child Murder: মেয়ে দেখতে ‘কালো’, ২ দিনের সন্তানকে ঘুমের মধ্যেই গলা টিপে ‘খুন’ বাবার

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 21, 2022 | 6:06 PM

Basirhat: সন্তান জন্মের একদিন পর তাকে সঙ্গে নিয়ে বাড়িতে আসেন ওই গৃহবধূ। মঙ্গলবার সকালে নিজের ঘরেই ঘুমোচ্ছিল বাচ্চাটি।

Child Murder: মেয়ে দেখতে কালো, ২ দিনের সন্তানকে ঘুমের মধ্যেই গলা টিপে খুন বাবার
হাসপাতালে পরিবারের সদস্যরা (নিজস্ব ছবি)

Follow Us

বসিরহাট: মর্মান্তিক! একরত্তির শরীরের বর্ণ কৃষ্ণকায়। সেই কারণে শ্বাসরোধ করে তাকে খুন করার অভিযোগ উঠল খোদ বাবার বিরুদ্ধে। গোটা ঘটনায় আটক অভিযুক্ত। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়া থানার নাটুরিয়া গ্রামে। গত পরশু অর্থাৎ ১৯ জুন বছর পঁচিশের এক গৃহবধূ কন্যা সন্তানের জন্ম দেন। শিশুরটির শরীরের রঙ কালো হওয়ায় মেনে নিতে পারেননি বাবা। তারপরই এমন ভয়ানক কাজ।

সন্তান জন্মের একদিন পর তাকে সঙ্গে নিয়ে বাড়িতে আসেন ওই গৃহবধূ। মঙ্গলবার সকালে নিজের ঘরেই ঘুমোচ্ছিল বাচ্চাটি। সেই সময় ঘর থেকে কিছুটা সময়ের জন্য বাইরে বের হন তাঁর মা। ঠিক সেই সুযোগই নেয় অভিযুক্ত বাবা।মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘুমন্ত শিশুকে ‘খুন’ করে সে।

এরপর ঘরে ফিরে এক রত্তির মা শিশুটির অবস্থা দেখ চিৎকার করতে শুরু করেন। তাঁর চিৎকার শুনে এলাকায় ছুটে আসেন প্রতিবেশীরা। তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে তাঁরা বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

এ দিকে, একরত্তিকে খুন করার অভিযোগে অভিযুক্তকে আটকে রাখেন তাঁরা। তারপর বাদুড়িয়া থানার পুলিশ আসলে তাদের হাতে তুলে দেয়। অভিযুক্তর নাম আমিন সর্দার (৪০)। মৃত শিশু কন্যার মা ও স্থানীয় গ্রামবাসীরা রুহুল আমিনকে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়ার দাবি জানিয়েছেন। তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।

মৃত শিশুর মা বলেন, ‘ভোর বেলার দিকে মুখ চেপে মেরে ফেলেছে। কালকেই মেরে ফেলতে চেয়েছিল। আমরা অনেক চেষ্টা করেছিলাম আটকানোর। কিন্তু আজকে এমন কাজ করল। শুধু ওর বাবা একাই নয়, ঠাকুমাও জড়িত। আমরা চাইছি ওর কঠোর শাস্তি হোক।’

Next Article