Fire: একের পর এক গাড়িতে আগুন, কিছু বুঝে ওঠার আগেই পুড়ে ছাই ১১টি তুলোর গাড়ি

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 07, 2021 | 7:26 AM

Cotton Car: এলাকায় পৌঁছায় প্রায় দশটি দমকলের ইঞ্জিন।

Fire: একের পর এক গাড়িতে আগুন, কিছু বুঝে ওঠার আগেই পুড়ে ছাই ১১টি তুলোর গাড়ি
১২টি তুলোর গাড়িতে ধরে গেল আগুন

Follow Us

বনগাঁ: দাউ-দাউ করে জ্বলছে আগুন। আর তার মধ্যে থেকে গলগল করে বেরোচ্ছে ধোঁয়া। সকাল-সকাল সামনে আগুনের খবর। তুলো বোঝাই একটি ট্রাকে ধরে যায় আগুন (Fire)। যার জেরে কোটি টাকার ক্ষতির সম্ভাবনা। ঘটনারস্থানে দমকলের ছটি ইঞ্জিন।

উত্তর ২৪ পরগনার বনগাঁর ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার নরহরিপুর। জানা গিয়েছে,গতকাল রাতেই তুলোর গাড়িতে আগুন লক্ষ করেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। এলাকায় পৌঁছায় প্রায় দশটি ইঞ্জিন। ট্রলারটিতে তুলো বোঝাই থাকার কারণে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে।

খবর শুনে ঘটনাস্থানে পৌঁছায় পেট্রাপোল থানার ওসি, বনগাঁ থানার আইসি ও বনগাঁর এসডিপিও । পাশাপাশি দমকলের কাজের তদারকি করেন বনগাঁর পৌর প্রশাসক গোপাল শেঠ। পরে দমকলের ৬টি ইঞ্জিন ও পৌরসভার জলের ট্যাঙ্কার নিয়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও তুলোর মধ্যে মাঝে-মাঝে আগুনের ফুলকি দেখা যাচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ” আমি বাড়িতে এসে শুনি আগুন ধরে গিয়েছে। দমকল আসতে দেরি করেছে। সেই কারণে আগুন এত দ্রুত ধরে গেল। বাধ্য হয়ে আমি ওই ট্রাকগুলো থেকে তুলোগুলি বের করে আনার চেষ্টা করি। প্রায় দশ থেকে বারোটি তুলোর গাড়িতে আগুন লেগেছে। তবে ঠিক কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।  ”

উল্লেখ্য, কালীপুজোর দিনও হাওড়ায় আগুন লাগার ঘটনা সামনে আসে। প্রথম ঘটনাস্থান শিবপুর ট্রাম ডিপোর ফোরসোর রোডে। সেখানকার একটি বহুতলের ছয় তলায় গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগার ঘটনা ঘটে। রাত ন’টা নাগাদ হঠাৎই ওই ফ্লোরে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। রাতেই ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তাঁরা। রাত পর্যন্ত সেই থাকেন প্রশাসনিক কর্তারা।

এদিন রাতেই ঘটে দ্বিতীয় ঘটনা। উত্তর হাওড়ার (North Howrah) ঘুসুড়ির গুহ রোডে একটি স্ক্যার্প আয়রন কারখানায় আগুন লাগে। রাত সাড়ে ৮টা নাগাদ হঠাৎই লেগে যায় সেখানে। দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থানে গিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকায় যায় মালিপাঁচঘড়া থানার পুলিশ (Malipanchghara police)। কারখানাটি বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি।

তৃতীয় ঘটনাটি সাঁতরাগাছির একটি বস্তির। সেখানে ছোটো ঝুপড়িতে আগুন লেগে যায়।  ঘটনাস্থানে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে তা নিভিয়ে ফেলে।

আরও পড়ুন: Mumbai Extortion Case: সচিনকেই দেওয়া হত বার মালিকদের নামের তালিকা! কীভাবে চলত তোলাবাজি, জানাল ইডি

আরও পড়ুন: Uttar Pradesh: “বাবুয়া, টুইটারই তোমাদের ভোট দেবে…” বিরোধী দলগুলিকে কটাক্ষ যোগীর

Next Article