Belgharia Firing: ভিড়ে ঠাসা বেলঘড়িয়ায় ভর দুপুরে চলল গুলি, কী পরিণতি হল ব্যবসায়ীর
Belgharia Firing: একদিন আগে অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় বসিরহাটে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। যা নিয়ে চাপানউতোর চলছেই। পাশাপাশি খাস কলকাতাতে আবার এদিন চলেছে গুলি। পার্ক স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিটের সংলগ্ন এলাকার ঘটনা।
ঘটনায় প্রাথমিকভাবে পুলিশ দু’জনের নাম পেয়েছে বলে জানা যাচ্ছে। তাঁরা আশপাশের এলাকারই বলে খবর। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। খোঁজ চলছে। এদিকে যে জায়গায় ঘটনা ঘটেছে সেখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে থানা। তাই স্বভাবতই এই ঘটনা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।
এদিকে একদিন আগে অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় বসিরহাটে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। যা নিয়ে চাপানউতোর চলছেই। পাশাপাশি খাস কলকাতাতে আবার এদিন চলেছে গুলি। পার্ক স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিটের সংলগ্ন এলাকার ঘটনা। গুলিবিদ্ধ হয়েছেন একজন। চিকিৎসাধীন এসএসকএম হাসপাতালে। অন্যদিকে মালদহের সাহাপুর রশিলাদহ এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যবসায়ী।