Gaighata: হজরতের মুন্ডু নিয়ে পালিয়ে গেছে জলিল? গাইঘাটা কাণ্ডে ভয়ঙ্কর তথ্য
Gaighata: সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন সকালবেলা বামুনগাছি স্টেশন থেকে বেরিয়ে গিয়েছিল অভিযুক্ত জলিল। শেষবার কলকাতা স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করতে দেখা গেছে সিসিটিভিতে। তারপর থেকে বেপাত্তা জলিল।

হজরত লস্করImage Credit: Tv9 Bangla
বারাসত: দত্তপুকুরে মুণ্ডবিহীন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খেজুর গাছ কাটার হেঁসো দিয়েই হজরত আলি লস্করের মুণ্ড কাটা হয়েছিল। পুলিশি তদন্তে এও উঠে আসছে, সুফিয়ার স্বামী জলিলই এই খুন করে মুন্ডু নিয়ে অন্যত্র চলে গিয়েছে। ইতিমধ্যে সুফিয়ার ফোন ফরেন্সিকে পাঠিয়েছে দত্তপুকুর থানার পুলিশ।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন সকালবেলা বামুনগাছি স্টেশন থেকে বেরিয়ে গিয়েছিল অভিযুক্ত জলিল। শেষবার কলকাতা স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করতে দেখা গেছে সিসিটিভিতে। তারপর থেকে বেপাত্তা জলিল। এ দিকে, স্বামীকে বাঁচাতে মরিয়া জলিলের স্ত্রী সুফায়াও। পরিবারের সঙ্গে যেটুকু যোগাযোগ করেছে সবগুলোই ডিলিট করে দিয়েছে সুফিয়া অনুমান পুলিশের। সে কারণেই সুফিয়ার ফোন ফরেন্সিকে পাঠিয়েছে পুলিশ।
এ দিকে, হজরতের কাটা মুন্ডু উদ্ধার না হলেও, বামনগাছী বাজিতপুরের বাসিন্দা সুফিয়াকে গ্রেফতার করে ঘটনার মূল কেন্দ্রে পৌঁছাতে চাইছে পুলিশ। জলিল গ্রেফতার হলেই মুন্ডু উদ্ধার হবে বলে মনে করছে দত্তপুকুর থানার পুলিশ।

