Barasat Video: হঠাৎই বাইক থেকে নেমে মহিলার ওপর ঝাঁপিয়ে পড়লেন যুবক, প্রাতঃভ্রমণে ভয়াবহ অভিজ্ঞতা, রইল Video

Barasat Video: স্থানীয় বাসিন্দারা বলছেন, গত ১০ বছরে বারাসত এলাকায় এমন ঘটনা ঘটেনি।

Follow Us:
| Edited By: | Updated on: Apr 01, 2023 | 1:13 PM

বারাসত : স্বাস্থ্য সচেতন বহু মানুষই নিয়মিত প্রাতঃভ্রমণে বেরোন। বিশেষত ডায়াবেটিসের মতো শারীরিক সমস্যা থাকলে সকালে হাঁটার কথা বলে থাকেন চিকিৎসকেরাও। সে কারণেই নিয়মিত রাস্তায় হাঁটেন মঞ্জুরানি পাল। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও রাস্তায় বেরিয়েছিলেন তিনি। তবে সাত সকালে এমন অভিজ্ঞতার শিকার হবেন, তা ভাবেননি তিনি। দিনের আলোয় গলা থেকে টান মেরে লক্ষাধিক টাকার হার ছিনিয়ে নিলেন এক যুবক। সিসিটিভিতে ধরা পড়ল সেই ছবি।

ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে, মহিলার সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় এক যুবকের। কোনওভাবে কব্জা করতে না পেরে ধাক্কা দিয়ে মহিলাকে মাটিতে ফেলে দেন ওই যুবক। তারপর হার নিয়ে চলে যান ছিনতাইবাজ। ঘটনাটি ঘটেছে বারাসত থানা এলাকায়।

মঞ্জুরানি পাল জানিয়েছেন, তিনি ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন। বারাসতের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। চিকিৎসক তাঁরে নিয়মিত হাঁটার পরামর্শ দিয়েছেন। রামকৃষ্ণপুর সারদাপল্লী এলাকায় শুক্রবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। হঠাৎ দেখতে পান একটি বাইক নিয়ে এক যুবক তাঁর পিছনে ধাওয়া করছে। তৎক্ষণাৎ মহিলা তাঁর গলায় থাকা লক্ষাধিক টাকার সোনার চেন কাপড় দিয়ে ঢেকে ফেলেন। তারপর কিছুটা এগোতেই ওই ছিনতাইকারী মহিলার উপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ। গলার চেন টানাটানি করতে থাকেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, গত ১০ বছরে বারাসত এলাকায় এমন ঘটনা ঘটেনি। এই ঘটনায় মঞ্জুরানি পাল বারাসত থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিশ। তবে এমন একটি ঘটনা ঘটে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার মানুষজন। প্রতিদিন বহু মানুষ এভাবে সকালে রাস্তায় হাঁটেন। বিশেষত বৃদ্ধ-বৃদ্ধারাও অনেকেই বেরোন। পুলিশ যাতে নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করেন, সেটাই আশা মঞ্জুরানির পরিবারের।