Hasnabad: নিজের নাতনিকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৫০ ঊর্ধ্ব দাদু
Hasnabad: বাচ্চার কান্না শুনে পাশের বাড়ি থেকে ছুটে আসে মা। কিছু সময়ের মধ্যেই আসেন পরিবারের অন্যান্য সদস্যরা। সকলে মিলে শিশুটিকে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই ওই নাবালিকার চিকিৎসা চলছে।

হাসনাবাদ: নিজের নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা হাসনাবাদে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর মেয়ে। অভিযোগের ভিত্তিতে ৫০ ঊর্ধ্ব ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। খবর চাউর হতেই ব্যাপক শোরগোল এলাকায়। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি তুলেছেন প্রতিবেশীরা।
সূত্রের খবর, সোমবার বিকালে বাড়ির পাশেই এটি মাঠে খেলা করছিল ৭ বছরের ওই নাবালিকা। সেই সময় দাদু গিয়ে তাকে বাড়িতে ডেকে আনে। সেই সময় বাড়িতে কেউ ছিল না। পাশের বাড়িতে ছিল না। ফাঁকা বাড়িতেই ওই বৃদ্ধ শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ।
বাচ্চার কান্না শুনে পাশের বাড়ি থেকে ছুটে আসে মা। কিছু সময়ের মধ্যেই আসেন পরিবারের অন্যান্য সদস্যরা। সকলে মিলে শিশুটিকে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই ওই নাবালিকার চিকিৎসা চলছে। অন্যদিকে এদিনই ধৃতকে বসিরহাট মহকুম আদালতে তোলে পুুলিশ। তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।





