‘ইতি ধর্ষক আজিদা, বাংলাদেশ’, কী সাংঘাতিক! বাড়ির দরজা খুলেই চমকে গেলেন মহিলা

Threat: মহিলার ছেলে জানিয়েছেন। কাজ থেকে বাড়ি ফিরে তিনি জানতে পারেন, তাঁদের বাড়িতে একটি হুমকি চিঠি দিয়ে গিয়েছে কেউ বা কারা। সঙ্গে একটি মদের বোতলও দিয়ে গিয়েছে। চিঠিতে অশ্লীল ভাষায় বাজে বাজে কথা লেখা ছিল বলেও দাবি করেছেন তিনি।

ইতি ধর্ষক আজিদা, বাংলাদেশ, কী সাংঘাতিক! বাড়ির দরজা খুলেই চমকে গেলেন মহিলা
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 13, 2024 | 3:50 PM

হাবরা: বাংলাদেশের অশান্তির আবহে আতঙ্ক ছড়াল বাংলায়। বাড়ির সামনে মিলল হুমকি চিঠি। উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত হাবরা আক্রমপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় একটি বাড়ি দরজার কেউ বা কারা একটি চিঠি সেঁটে দিয়ে যায়। তাতে লেখা, ‘সাবধান!আমরা হলাম ধর্ষক।’ অশ্লীল ভাষায় ওই চিঠি লিখে দরজায় আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। আর সামনে পড়ে আছে মদের বোতল। চিঠির শেষের দিকে লেখা, ‘ইতি ধর্ষক আজিদা, বাংলাদেশ’।

ওই বাড়ির সদস্যা এক মহিলা জানান, বাইরের দিয়ে দরজায় একটা চিঠি লিখে দিয়ে গিয়েছে কেউ বা কারা। খালি মদের বোতল পড়ে আছে দরজার সামনে। চিঠিতে হুমকি দিয়ে বলা হয়েছে, ‘তারা’ (ধর্ষণকারী) ১৫ জন আছে। এক সপ্তাহের মধ্যে ১৫ জন মিলে ধর্ষণ করবে বলে হুমকি দেওয়া হয়েছে। তিনি আতঙ্কে থানার দ্বারস্থ হয়েছেন।

এই বিষয়ে মহিলার ছেলে জানিয়েছেন। কাজ থেকে বাড়ি ফিরে তিনি জানতে পারেন, তাঁদের বাড়িতে একটি হুমকি চিঠি দিয়ে গিয়েছে কেউ বা কারা। সঙ্গে একটি মদের বোতলও দিয়ে গিয়েছে। চিঠিতে অশ্লীল ভাষায় বাজে বাজে কথা লেখা ছিল বলেও দাবি করেছেন তিনি। যুবক বলেন, “প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি। বাংলাদেশ নিয়ে যেভাবে অনেক কথা শুনছি, সেখানে দাঁড়িয়ে ধর্ষক আজিদার চিঠি কেন এল বুঝতে পারছি না।” পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।