Kartik Maharaj: পাঁচ লক্ষ কণ্ঠে হবে গীতাপাঠ! ব্রিগেডের বুকে বড় কর্মসূচির ঘোষণা কার্তিক মহারাজের

Kartik Maharaj: সোমবার নৈহাটি থেকে একটি মিছিল বের করেন এই পদ্মশ্রী প্রাপ্ত সন্ন্যাসী। নাম দেন 'তুলসি যাত্রা'। সেই গোটা মিছিলেই কার্তিক মহারাজের পাশে হাঁটতে দেখা যায় ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে। আর যাত্রা শেষেই গীতাপাঠ সমাবেশের ডাক দেন সন্ন্যাসী।

Kartik Maharaj: পাঁচ লক্ষ কণ্ঠে হবে গীতাপাঠ! ব্রিগেডের বুকে বড় কর্মসূচির ঘোষণা কার্তিক মহারাজের
কার্তিক মহারাজImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Jun 24, 2025 | 9:42 AM

ব্যারাকপুর:  আবার রাঙবে ব্রিগেড। তবে অন্য ধাঁচে। এককালে বামেদের অন্যতম সভাস্থল, আজ হয়ে উঠেছে সনাতনী আখড়া। শেষবার ২০২৩ সালের ডিসেম্বর মাসে ব্রিগেডের ময়দানে হয়েছিল লক্ষ কণ্ঠে গীতাপাঠ। যা বাদ পড়েছিল ২০২৪ সালে। এবার আসন্ন ডিসেম্বরেও সেই একই কর্মসূচির ডাক দিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। আহ্বান দিলেন পাঁচ লক্ষ মানুষের এক সঙ্গে গীতাপাঠের।

সোমবার নৈহাটি থেকে একটি মিছিল বের করেন এই পদ্মশ্রী প্রাপ্ত সন্ন্যাসী। নাম দেন ‘তুলসি যাত্রা’। সেই গোটা মিছিলেই কার্তিক মহারাজের পাশে হাঁটতে দেখা যায় ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে। আর যাত্রা শেষেই গীতাপাঠ সমাবেশের ডাক দেন সন্ন্যাসী।

এদিন ইঙ্গিতে ছাব্বিশের নির্বাচনকে ‘কুরুক্ষেত্রের যুদ্ধ’ বলে তুলে ধরেন কার্তিক মহারাজ। তাঁর কথায়, ‘কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল পাঞ্চজন্য বাজিয়ে। আর এই কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে শঙ্খ বাজিয়ে। আগামী ৭ই ডিসেম্বর ব্রিগেড ময়দানে মোট ৫ লক্ষ মানুষের সমাবেশ হবে। বাগেশ্বর ধামের বাবাজি-সহ বহু সনাতন ধর্মাবলম্বী মানুষ সেখানে আসবেন। হবে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ। আর ওই দিন থেকেই শুরু হবে পশ্চিমবঙ্গের বিজয়যাত্রা। উড়বে গেরুয়া পতাকা। পশ্চিমবঙ্গের বিজয় ঘোষণা করব আমরা।’

নির্বাচনের আগে নানা ভাবে হিন্দুত্ব শান দিতে নেমে পড়েছেন তিনি। এমনকি, এদিনের ভাষণ পর্বেও তাঁর মুখে ফের উঠে আসে মহেশতলা, মালদা ও মুর্শিদাবাদে হওয়া অশান্তির কথা। তিনি বলেন, ‘আমরা রাবণের বিরুদ্ধে লড়াই করব। হিন্দু সমাজ একতাবদ্ধ হলেই রাবণের পরাজয় হবে। রামচন্দ্র যেমন জয়ধ্বনি দিয়েছিলেন। আমাদেরও তাঁর কাজকে মনে রাখতে হবে। আর তা রাখতে না পারলেই পরাজয় নিশ্চিত।’

সোমবারের এই মিছিলে কার্তিক মহারাজের পাশেই হাঁটছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। সদ্য মেটা কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের থেকে অনেকটা ব্যবধানেই হেরেছে বিজেপি। নেপথ্যে কোন কারণ? তাঁকে জিজ্ঞাসা করা হলেই মুসলিম ভোটকে কারণ হিসাবে দর্শিয়ে দেন অর্জুন। তাঁর দাবি, ‘মুসলিম ভোট ছিল বলেই আমরা জিততে পারেনি। ওরা ভোট দেয় না।’