উত্তর ২৪ পরগনা: আর এক দিন পরই খড়দহে উপনির্বাচন (West Bengal Bypoll 2021) । এরই মধ্যে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে বিজেপি (Bengal BJP) কর্মীর ওপর হামলার অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূল (TMC) কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকে। থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী জয় সাহা।
খড়দহ বিধানসভা উপ নির্বাচনের আগে বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন কর্ণমধবপুর এলাকা। নির্বাচনের কাজ শেষে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন বিজেপি কর্মী বিশাল সিং। অভিযোগ, তখন তাঁর ওপর বাঁশ দিয়ে হামলার করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিশালকে মারধর করার পাশাপাশি তাঁর বাইকেও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা।
আহত বিজেপি কর্মীকে হাসপাতালে চিকিৎসা করানোর পর রহড়া ও ঘোলা থানায় নিয়ে গিয়ে অভিযোগ দায়ের করেন খড়দহ বিধানসভার উপনির্বাচনের বিজেপি প্রার্থী জয় সাহা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। থানায় অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গোটা ঘটনার কথা অস্বীকার করেছে খড়দহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
প্রসঙ্গত এর আগে ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে খড়দা। বিজেপি কর্মীদের ওপর মারধরের অভিযোগ ওঠে। বিজেপি (Bengal BJP) প্রার্থী জয় সাহার (Joy Saha) গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে।
অভিযোগ, ফ্লেক্স আগুনে পুড়িয়ে দেওয়া হয়। সেই সময়ও বিজেপি প্রার্থী জয় সাহা খড়দহ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তারপর তিনি ঘটনাস্থলে যান। সেখানে পুড়ে যাওয়া সমস্ত ফ্লেক্স দেখার সময়েই পিছন থেকে তাঁর গাড়ির ওপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। এক্ষেত্রেও তৃণমূল আশ্রীত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। এই ঘটনায় তিন জন বিজেপি কর্মী আহত হয়েছেন। তাঁদেরকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতলে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে খড়দা গির্জা মোড় এলাকায়।
বিজেপি প্রার্থী জয় সাহা বলেন, “রাত পোহালেই উপনির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার আগে থেকেই শোভনবাবুর গুণ্ডবাহিনী আমাকে হত্যা করার চেষ্টা করছে। আমার গাড়িতেও হামলা হয়েছিল। পুলিশকে জানানো সত্ত্বেও এটা হয়েছিল। আমরা কোনও সাহায্য পাইনি। আমাদের কার্যকর্তাদের ওপর হামলা হচ্ছে। শোভনবাবু আগেই বলেছিলেন বিরোধীদের প্রচার করতে দেওয়া হবে। কিন্তু এই কি তার নমুনা? এতে সাধারণ মানুষও ভয় পাচ্ছেন।”
রাজ্যের ৩ কেন্দ্রের উপনির্বাচন আগেই মিটেছে। ৩০ অক্টোবর খড়দহে উপনির্বাচন। নির্বাচনের ফল ঘোষণার আগেই খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিনহার মৃত্য়ু হওয়ায় ওই কেন্দ্রে ফের নির্বাচন। এ বারের তৃণমূল প্রার্থী নির্বাচিত হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chatterjee)।
আর বিজেপির তরফে প্রার্থী হয়েছেন জয় সাহা। যদিও এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন, এটা বিজেপি অন্তর্কলহ। এর সঙ্গে তাদের কোনও যোগ নেই।
আরও পড়ুন: লোকাল ট্রেন চালানো নিয়ে বড় পর্যবেক্ষণ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের