খেলার ছলে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন, কাঁদতে কাঁদতে চার বছরের শিশু জানাল সবটা…

khardha: মেয়ের চেহারা দেখেই তার বাবা মা বুঝতে পারেন কিছু একটা হয়েছে।

খেলার ছলে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন, কাঁদতে কাঁদতে চার বছরের শিশু জানাল সবটা...
নিজস্ব চিত্র

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 09, 2021 | 12:16 PM

উত্তর ২৪ পরগনা: চার বছরের নাবালিকার শ্লীলতাহানির (Molestation Case) অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দার (Khardha) বন্দিপুর এলাকায়। ওই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। ধৃতের নাম অচিন দত্ত। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তি পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

রবিবার ঘটনাটি ঘটেছে। প্রতিবেশীরা জানাচ্ছেন, চার বছরের ওই শিশুকে খেলার ছলে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। দীর্ঘক্ষণ এলাকার বিভিন্ন জায়গায় খোঁজ করেন পরিবারের সদস্যরা। বাড়ির লোকের বয়ান অনুযায়ী, এলাকায় কোথাও খুঁজে পাওয়া যায় না তাকে। পরে চার বছরের শিশুটি নিজেই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে।

মেয়ের চেহারা দেখেই তার বাবা মা বুঝতে পারেন কিছু একটা হয়েছে। এরপর প্রশ্ন করতেই কাঁদতে কাঁদতে সব কথা জানিয়ে দেয় চার বছরের শিশুটি। বাবা-মা গোটা বিষয়টি বুঝে যান। খবর ছড়িয়ে পড়তেই ক্ষেপে ওঠেন প্রতিবেশীরা।

সবাই অভিযুক্ত অচিনের বাড়িতে হামলা চালায়। তাঁকে ধরে বেধড়ক মারধর করা হয়। বাঁশ, লাঠি, চড়-থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

আহত ব্যক্তিকে উদ্ধার করে খড়দহ পাতুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তবে এলাকায় উত্তেজনা রয়েছে। গোটা চত্বর ঘিরে রেখেছে খড়দা ও রহড়া থানার পুলিশ। অচিনকে গ্রেফতার করেছে রহড়া থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। উত্তেজিত এলাকাবাসীরা অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে মারধর করেছেন। অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও পড়ুন: টানা বর্ষণে কি এবার ইতি পড়তে চলেছে? নাকি আরও বেশ কয়েকদিন? জানালেন আবহাওয়াবিদরা