উত্তর ২৪ পরগনা: বীজপুরে চুরির ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। প্রতিদিনই প্রায় এর বাড়ি-ওর বাড়ি থেকে চুরির ঘটনা উঠে আসতে থাকে। এলাকার বাসিন্দারা বাড়ি ফাঁকা রেখে কোথাও বেরোতে রীতিমত ভয় পেতেন। বারবার অভিযোগ উঠছিল পুলিশ-প্রশাসনের ঢিলেমির বিরুদ্ধে। কিছুদিন আগেই জেলায় প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গোটা বিষয়টি জানানো হয় তাঁকে। এরপর মুখ্যমন্ত্রী নির্দেশে নড়েচড়ে বসে প্রশাসন।
চুরির ঘটনার কথা প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও বিজপুর এর বিধায়ক সুবোধ অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্দেশে নড়েচড়ে বসে ব্যারাকপুর কমিশনারেট। এরপর গোটা বীজপুর জুড়ে চলে অভিযান। সরিয়ে দেওয়া হয় তৎকালীন ওসি সঞ্জয় বিশ্বাসকে, নতুন ওসি হয়ে আসেন জয়প্রকাশ পান্ডে।
এরপর ১৭ই নভেম্বর থেকে বীজপুর জুড়ে চলছে লাগাতার তল্লাশি অভিযান। এখনও পর্যন্ত ৩০ জন চোর ধরা পড়েছে। গতকাল রাতেও আরও একজন চোরকে গ্রেফতার করেছে বীজপুর থানার পুলিশ। তার কাছ উদ্ধার হয়েছে নগদ ৫ লক্ষ টাকা ও সোনার কিছু গয়না।
কিছুদিন আগে লিচু বাগান অঞ্চলের এক ব্যবসায়ীর বাড়ি থেকে ওই টাকা ও গয়না চুরি গিয়েছিল। চুরি যাওয়া জিনিস ফিরে পেয়ে স্বভাবতই খুশি পরিবারের লোকজন। এলাকার মানুষ বেশ কিছুটা স্বস্তিতে কারণ প্রায়ই ধরা পড়ছে চোর।
পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার বাইক পাচার চক্রের মূল পান্ডা মোঃ রাজকে টিটাগর থানার পুলিশ গ্ৰেপ্তার করে।এরপরে দুষ্কৃতী মোঃ রাজ কে মেডিকেল করাতে ডাঃ বি, এন বোস মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুলিশ কর্মী ও স্বাস্থ্যকর্মীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় হাসপাতাল থেকে। , এখনো পর্যন্ত পুলিশ মোহাম্মদ রাজের খোঁজ পাইনি। ব্যারাকপুর পুলিশ কমিসনারেটের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং টীটাগড় থানার পুলিশ।
এদিকে, আজই উত্তর ২৪ পরগনার বাইক পাচার চক্রের মূল পান্ডা মোঃ রাজকে টিটাগর থানার পুলিশ গ্ৰেফতার করে। এরপরে দুষ্কৃতী মোঃ রাজকে মেডিক্যাল করাতে ডাঃ বি, এন বোস মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর পুলিশ কর্মী ও স্বাস্থ্যকর্মীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় হাসপাতাল থেকে। এখনও পর্যন্ত পুলিশ মোহাম্মদ রাজের খোঁজ পায়নি। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং টীটাগড় থানার পুলিশ।
আরও পড়ুন: Book Fair in Siliguri: মিলছে না টিকা? চিন্তাই করবেন না, বইমেলাতেই রয়েছে সমাধান