Madhyamik Examinee Suicide: পরীক্ষা দিতে যাওয়ার সময় হয়ে আসছে, মা দেখলেন ঝুলছে মেয়ে

Ranjit Dhar | Edited By: অংশুমান গোস্বামী

Mar 01, 2023 | 5:19 PM

Saltlake: সল্টলেকের সিজে ব্লকের ১৭ নম্বর বাড়িতে থাকতেন আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। তার নাম আনমনা রায়।

Madhyamik Examinee Suicide: পরীক্ষা দিতে যাওয়ার সময় হয়ে আসছে, মা দেখলেন ঝুলছে মেয়ে

Follow Us

সল্টলেক: মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ব্যাপক চাঞ্চল্য ছড়াল সল্টলেকে। সল্টলেকের সিজে ব্লকের বাড়ির সিঁড়ির রেলিং সঙ্গে শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মাধ্যমিক ছাত্রীর দেহ। ঘটনাটি ঘটেছে সল্টলেকের সিজে ব্লকের ১৭ নম্বর বাড়িতে। ওই বাড়িতে কেয়ারটেকার হিসাবে থাকত মৃত ছাত্রীর পরিবার। বাবা, মা ও ভাইয়ের সঙ্গে সেখানে থাকত সে। তাঁর মা পরিচারিকার এবং বাবা মিস্ত্রির কাজ করেন বলে জানা গিয়েছে। ওই বাড়ির সিঁড়ির তলাতেই মায়ের শাড়ি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় মাধ্যমিক পরীক্ষার্থী। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল পুলিশ পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কেন এই আত্মহত্যা, সে ব্যাপারে কিছু জানা সম্ভব হয়নি। ওই ছাত্রীর মোবাইল পরীক্ষা করে দেখছে পুলিশ।

সল্টলেকের সিজে ব্লকের ১৭ নম্বর বাড়িতে থাকতেন আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী। তার নাম আনমনা রায়। বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ে পড়ত সে। বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল তার। কিন্তু সেই পরীক্ষা সম্পূর্ণ করল না ওই ছাত্রী। আত্মঘাতী হয়ে নিজের জীবন শেষ করলেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে কাজে বেরিয়েছিলেন আনমনার বাবা-মা। মেয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়িতে আসেন মা। মেয়েকে দেখতে না পেয়ে প্রথমে তিনি ভেবেছিলেন স্নান করতে গিয়েছে। কিন্তু পরে দেখেন শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের অফিসাররা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি কেন আত্মহত্যা তা জানার চেষ্টাও চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর মোবাইল পরীক্ষা করে দেখছে পুলিশ। মোবাইলের কললিস্ট পরীক্ষা করে দেখা হবে। কিন্তু মোবাইলে প্যাটার্ন লক থাকায় প্রাথমিক ভাবে তা করা যায়নি। বিশেষজ্ঞদের সাহায্যে লক খুলে তা খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।

Next Article