Mamatabala Thakur: ৫ জানুয়ারি রাজ্য জুড়ে অবরোধ কর্মসূচি মমতাবালার

Mamatabala Thakur: মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের অবরোধ কর্মসূচিকে আমল দিতে চাননি শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন বলেন, "ওদের সঙ্গে মতুয়ারা নেই সেই কারণে এই সব করছে।"

Mamatabala Thakur: ৫ জানুয়ারি রাজ্য জুড়ে অবরোধ কর্মসূচি মমতাবালার
মতুয়াদের প্রতিবাদ মিছিলImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 28, 2025 | 7:20 PM

বনগাঁ: ৫ জানুয়ারি রাজ্য জুড়ে অবরোধ কর্মসূচি ডাক দিলেন মমতাবালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। ঠাকুরবাড়িতে মতুয়া গোঁসাইদের মারধরের প্রতিবাদে এবং এসএইআর-এ মতুয়াদের ভোট যাতে বাদ না যায় সেই দাবি নিয়ে রাজ্যজুড়ে ২০২৬ সালের আগামী ৫ জানুয়ারি দুপুর ১২ টায় সময় রাজ্যজুড়ে জেলায় জেলায় অবরোধ কর্মসূচির ডাক দিলেন মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। রবিবার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বৈঠক করে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে অবরোধ কর্মসূচির কথা জানান মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী।

মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের অবরোধ কর্মসূচিকে আমল দিতে চাননি শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন বলেন, “ওদের সঙ্গে মতুয়ারা নেই সেই কারণে এই সব করছে।”

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের একটি মন্তব্যের প্রতিবাদে গত শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে ঠাকুরবাড়ি। মমতাবালা ঠাকুরের অনুগামী ও শান্তনু সেনের অনুগামীদের মধ্যে  ব্যাপক ধস্তাধস্তি। ঠাকুরবাড়িতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। শান্তনুর বক্তব্য, মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন মমতাবালা ঠাকুর। কেন শান্তনু এই ধরনের মন্তব্য করেছেন, তা নিয়ে মমতাবালা ঠাকুরের অনুগামীরা তাঁর কাছে জবাব চাইতে চান। তা নিয়েই উত্তেজনা ছড়ায়।

অভিযোগ, মমতাবালা ঠাকুরের এক অনুগামীকে মাটিতে ফেলে কিল চড় লাথি ঘুষি মারা হয়। তিনি শরীরের একাধিক জায়গায় চোট লেগেছে। শান্তনু ঠাকুর সোমবার মন্তব্য করেছিলেন, “৫০ লক্ষকে আটকাতে যদি ১ লক্ষ মতুয়া ভোট না দিতে পারে, মেনে নিতে হবে।” এই মন্তব্যের পরই তীব্র বিতর্ক ছড়ায় মতুয়া সমাজের মধ্যে।” তারই প্রতিবাদ করতে গিয়েছিলেন মমতাবালা ঠাকুরের অনুগামীরা। তাতে তাঁরা আক্রান্ত হন বলে অভিযোগ। তারই প্রতিবাদে ফের মিছিলের ডাক।