
জয়নগর: নাবালিকার যৌন নিগ্রহের অশ্লীল ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা জয়নগরে। অভিযোগ উঠেছে এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে। থানাক দ্বারস্থ পরিবার। তারপরই অ্যাকশন পুলিশের। শেষে গ্রেফতার অভিযুক্ত।
জয়নগর থানার অন্তর্গত খাকুরদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি আলুর চপের দোকান আছে অভিযুক্তের। অভিযোগ, এলাকারই যষ্ঠ শ্রেণির ছাত্রীকে প্রথমে খাবারের লোভ দেখিয়ে বাগানে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে। তুলে রাখে ভিডিয়ো। এখানেই থামেনি সে! তারপর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
পরবর্তীতে নির্যাতিতা তাঁর মাকে সবটা জানায়। তাতেই ক্ষোভের পারদ চড়ে পরিবারে। পরিবারের সদস্যরা সোজা দ্বারস্থ হন জয়নগর থানায়। অভিযোগ পেতেই মাঠে নামে পুলিশ। কিছু সময়ের মধ্যেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। শুক্রবারই তাঁকে তোলা হয় বারুইপুর আদালতে। অন্যদিকে ইতিমধ্যেই নাবালিকার মেডিকেল পরীক্ষাও করানো হয়েছে।