Bhatpara Murder: ভাটপাড়ায় হাত-পা বাঁধা অবস্থায় দেহ পড়ে যুবকের, খুনের তত্ত্ব পরিবারের
Bhatpara Murder: ভাটপাড়া থানার কাঁকিনাড়ার ১ নম্বর গলির ঘটনা। মৃতের নাম জামিল আক্তার (৩০)। সোমবার সকালে তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। সেখানে গিয়ে জামিলের ঝুলন্ত দেহ উদ্ধার করে তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।
ভাটপাড়া: ছোট একটি ঝুপড়ি ঘরের মধ্যে পড়ে রয়েছে যুবক। হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন তিনি। কাছে যেতেই বোঝা গেল মৃত্যু হয়েছে তাঁর। উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় যুবকের এই দেহ উদ্ধার ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়াল এলাকায়।
ভাটপাড়া থানার কাঁকিনাড়ার ১ নম্বর গলির ঘটনা। মৃতের নাম জামিল আক্তার (৩০)। সোমবার সকালে তাঁকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। সেখানে গিয়ে জামিলের ঝুলন্ত দেহ উদ্ধার করে তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই।
ভাটপাড়া থানার তদন্তকারি অফিসাররা মৃত জামিল আক্তারের বন্ধু-বান্ধবদের জিজ্ঞাসা শুরু করছে। খুনের পিছনে পুরনো শত্রুতা থাকতে পারে বলে পুলিশের অনুমান। এক প্রত্যক্ষদর্শী বলেন, “চেয়ারে বসেছিল। হাত-পা বাঁধা ছিল। ওর পরিবারের লোকজন এসে বলল ওকে খুন করা হয়েছে। এরপর থানার বড়বাবু এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে।”