minor girl physically assaulted : ফের মাটিয়া, দিনের পর দিন কিশোরীকে ‘ধর্ষণ’, গ্রেফতার মেসো

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

May 07, 2022 | 3:37 PM

minor girl physically assaulted : এর আগে ২৩ মার্চ মাটিয়াতে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে শোরগোল পড়ে। আইপিএস অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে গঠিত একটি কমিটি ওই ঘটনার তদন্ত করছে।

minor girl physically assaulted : ফের মাটিয়া, দিনের পর দিন কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার মেসো
প্রতীকী ছবি

Follow Us

বসিরহাট : একই বাড়িতে থাকে সবাই। আর সেই বাড়ির এক কিশোরী যে দিনের পর দিন নির্যাতনের (minor girl physically assaulted) শিকার হচ্ছে, তা কেউ ভাবতেও পারেননি। শেষপর্যন্ত বাবা-মাকে সব বলতেই ঘটনাটি প্রকাশ্যে এল। অভিযোগ, ওই কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ করেছে তার মেসো। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়ার। গতকাল বাবা-মাকে সঙ্গে নিয়ে গিয়ে মাটিয়া থানায় অভিযোগ দায়ের করে ওই কিশোরী। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।

ওই কিশোরী বাবা মার সঙ্গে মাটিয়া থানা এলাকায় তার দাদুর বাড়িতে থাকে। তার মেসোও স্ত্রী, সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে থাকে। অভিযোগ, মাস দেড়েক ধরে কিশোরীকে শারীরিক নির্যাতন করেছে তার মেসো। তবে ঘটনাটি জানাজানি হয় গতকাল। অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ৩৭ বছরের ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে মাটিয়া থানার পুলিশ। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। ধৃতকে তিনদিনের জন্য হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ।

বসিরহাট জেলা হাসপাতালে নির্যাতিতার স্বাস্থ্যপরীক্ষ করা হয়েছে।বসিরহাট মহকুমা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে সে জবানবন্দি দিয়েছে। প্রশ্ন উঠছে, এতদিন ধরে নির্যাতনের শিকার হলেও কেন সে মুখ খোলেনি? তাকে কি খুনের হুমকি দিয়েছিল অভিযুক্ত ব্যক্তি ? সবকিছু খতিয়ে দেখছে পুলিশ।

২৩ মার্চ মাটিয়াতেই এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি। একদিন নিখোঁজ থাকার পর একটি পার্কের পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। অভিযোগ, ওই নাবালিকার মাসি তার প্রেমিককে দিয়ে ধর্ষণ করিয়েছে। ওই নাবালিকা তার মামার বাড়িতে থাকে। ওই ঘটনায় হাইকোর্টে মামলা হয়। আইপিএস অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে গঠিত একটি কমিটি ওই ঘটনার তদন্ত করবে বলে জানায় হাইকোর্ট। এবার সেই মাটিয়াতেই মেসোর বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল।

Next Article