Basirhat: সুপ্রিম হুঁশিয়ারির পরেও থামছে না গোষ্ঠীকোন্দল! বসিরহাটে প্রাক্তন প্রধানের উপর হামলার অভিযোগ MLA-র স্বামীর বিরুদ্ধে

Dipankar Das | Edited By: জয়দীপ দাস

Feb 28, 2025 | 2:44 PM

Basirhat: আব্দুরের অভিযোগ, আচমকা মৃত্যুঞ্জয় মণ্ডলের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দুষ্কৃতী দল তাঁর উপর হামলা চালায়। লোহার রড, হাতুড়ি, লাঠি নিয়ে মারধর করা হয়। তাঁর সঙ্গে থাকা লোকজন প্রতিরোধ করলে তপ্ত হয়ে ওঠে এলাকা।

Basirhat: সুপ্রিম হুঁশিয়ারির পরেও থামছে না গোষ্ঠীকোন্দল! বসিরহাটে প্রাক্তন প্রধানের উপর হামলার অভিযোগ MLA-র স্বামীর বিরুদ্ধে
ব্যাপক উত্তেজনা এলাকায়
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বসিরহাট: থামাতে হবে গোষ্ঠীকোন্দল! একেবারে উপর মহল থেকে এসেছে কড়া বার্তা? কিন্তু, তারপরেও অবস্থার বদল কোথায়? নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকের পরের দিনই তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগে তপ্ত বসিরহাট। বসিরহাট মহকুমার হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য আব্দুর রউফ মোল্লা ও তাঁর অনুগামীদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে চাপানউতোর এলাকার রাজনৈতিক মহলে। অভিযোগ উঠেছে মিনাখাঁর বিধায়ক ঊষারানী মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে। মৃত্যুঞ্জয়ই দলবল নিয়ে হামলা করেছেন বলে অভিযোগ। 

এ ঘটনায় মোট ৮ জন জখম হয়েছেন বলেও জানা যাচ্ছে। তার মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছেন। এদিকে বিগত কয়েকমাসে মিনাখাঁ ও হাড়োয়ার গোষ্ঠীদ্বন্দ্ব চিন্তা বাড়িয়েছে শাসকদলের। জেলা নেতৃত্বের কপালেও চিন্তার ভাঁজ। এরইমধ্যে এবার নতুন করে হাতাহাতির খবর শোরগোল। তৃণমূলের পঞ্চায়েত সদস্য আব্দুর রউফ মোল্লা ও তাঁর ছেলে মিলন মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। 

আব্দুরের দাবি, তিনি ব্লক সভাপতি ফরিদ জমাদার ও তৃণমূলের হাড়োয়ার যুব সভাপতি খালেক মোল্লার অনুগামী। তিনি জানাচ্ছেন, ঘটনার আগে এদিন কুলটি এলাকায় চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। দলেরই কিছু কর্মী-সমর্থকের সঙ্গে গল্প করছিলেন। অভিযোগ, আচমকা মৃত্যুঞ্জয় মণ্ডলের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দুষ্কৃতী দল তাঁর উপর হামলা চালায়। লোহার রড, হাতুড়ি, লাঠি নিয়ে মারধর করা হয়। তাঁর সঙ্গে থাকা লোকজন প্রতিরোধ করলে তপ্ত হয়ে ওঠে এলাকা। আব্দুরের ছেলে মিলনের মাথায় লোহার রড দিয়ে মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুজনকে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। যদিও এ নিয়ে ঊষারানি মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় বলছেন, নিজেদের মধ্যে একটা ঝামেলা হয়েছে। তাঁর দাবি, এর মধ্যে রাজনীতি নেই। 

Next Article