Barrackpore Murder: ভাইপোকে কুপিয়ে খুন! বাঁচাতে গিয়ে আক্রান্ত পরিজনরাও, চাঞ্চল্য ব্যারাকপুরে
Barrackpore: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ছটু বাল্মিকী। পারিবারিক কোনও বিষয় নিয়ে কাকা সুন্দর বাল্মিকীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিবাদ ছিল। সেই বিবাদকে কেন্দ্র করেই দু’জনের মধ্যে বচসা শুরু হয়।

ব্যারাকপুর: পারিবারিক বিবাদের জেরে ভাইপোকে নৃশংসভাবে চপার দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের মোহনপুর থানার অন্তর্গত শিউলি এলাকায়। খবর চাউর হতেই আশপাশের এলাকাতেও ব্য়াপক শোরগোল শুরু হয়ে যায়। খবর যায় পুলিশের কাছেও। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত সুন্দর বাল্মিকীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ছটু বাল্মিকী। পারিবারিক কোনও বিষয় নিয়ে কাকা সুন্দর বাল্মিকীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিবাদ ছিল। সেই বিবাদকে কেন্দ্র করেই দু’জনের মধ্যে বচসা শুরু হয়। কথা কাটাকাটির সময় আচমকাই মেজাজ হারিয়ে ফেলেন সুন্দর বাল্মিকী। অভিযোগ, এরপরই একটি চপার নিয়ে তিনি ভাইপোর ওপর চড়াও হন এবং তাঁকে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। রক্তে ভেসে যায় বাড়ি।
ঘটনাটি দেখে পরিবারের অন্য সদস্যরা ছটুকে বাঁচাতে ছুটে এলে, অভিযুক্ত তাঁদের উপরেও আক্রমণ করেন বলে অভিযোগ। কেউ তাঁকে নিরস্ত করতে পারেননি। চিৎকার শুনে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। রক্তাক্ত অবস্থায় সকলকে উদ্ধার করে স্থানীয় বি এন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ছটু বাল্মিকীকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোহনপুর থানার পুলিশ। অভিযুক্ত সুন্দর বাল্মিকীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই বিবাদ চরম আকার নিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভয়াবহ এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
