Netaji birthday 2024: নোয়াপাড়ার এই থানাতেই ব্রিটিশরা ধরে এনেছিল নেতাজীকে, সংস্কার দাবি করলেন এলাকাবাসী

Netaji birthday 2024: স্থানীয় বাসিন্দা সমীর চক্রবর্তী বলেন, "এই ঘরেই রাখা হয়েছিল নেতাজীকে। প্রায় দুঘণ্টা রাখা হয়েছিল ওনাকে। আমরা চাই সংস্কার হোক। এই জায়গাটা আবেগ। প্রতিবার এখানে ছুটে আসি। তবে দেখুব কী অবস্থা ঘরটার। পুরো ভেঙে চুড়ে গিয়েছে।"

Netaji birthday 2024: নোয়াপাড়ার এই থানাতেই ব্রিটিশরা ধরে এনেছিল নেতাজীকে, সংস্কার দাবি করলেন এলাকাবাসী
নোয়াপাড়ার এই থানাতেই ব্রিটিশরা ধরে এনেছিল নেতাজীকেImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 23, 2024 | 3:02 PM

নোয়াপাড়া: সালটা ১৯৩১ এর ১১ নভেম্বর। নেতাজী সুভাষ চন্দ্র বসুকে তৎকালীন ব্রিটিশ সরকার আটক করে নিয়ে এসেছিলেন নোয়াপাড়ার এক থানায়। সেখানেই ছিলেন তিনি। চলেছিল জিজ্ঞাসাবাদ। ঐতিহাসিক সেই স্থানটির অবস্থা দুর্বিষহ। কারণ ঘরটির সংস্কার এখনও হয়নি। আক্ষেপ করলেন সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দা সমীর চক্রবর্তী বলেন, “এই ঘরেই রাখা হয়েছিল নেতাজীকে। প্রায় দুঘণ্টা রাখা হয়েছিল ওনাকে। আমরা চাই সংস্কার হোক। এই জায়গাটা আবেগ। প্রতিবার এখানে ছুটে আসি। তবে দেখুব কী অবস্থা ঘরটার। পুরো ভেঙে চুড়ে গিয়েছে।” অপরদিকে, পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানান, “এই ঘরটি সংস্কার করা হবে খুব শীঘ্রই। আর দ্রুত সংগ্রহশালা তৈরির চেষ্টা করা হচ্ছে।”

উল্লেখ্য, ১৯৩১ সালে ১১ ই অক্টোবর বিকেল ৫ টা নাগাদ নেতাজী সুভাষ চন্দ্র বসুকে তৎকালীন ব্রিটিশ সরকার জুট শ্রমিক সম্মেলন থেকে আটক করে নিয়ে এসেছিলেন নোয়াপাড়া থানায়। আর নেতাজীকে ধরে আনা হয়েছে এ খবর পাওয়ার পরই কাতারে কাতারে মানুষ ভিড় করেন থানার সামনে। একটাবার শুধু নেতাজীর দর্শন পেতে চেয়েছিলেন তাঁরা। এলাকাবাসীই নাকি তাঁকে কাপে করে চা পান করান। ফলত নোয়াপাড়ার বাসিন্দাদের কাছে এই দিনটি বড়ই আবেগের। তাই তাঁর জন্মদিন প্রতিবছর বড় উদযাপন করা হয় এখানে। এ দিন দুপুরে সম্মান জানানো হয় তাঁকে।