Newtown: পিছনে মেয়ে বসিয়ে জয় রাইড,পুলিশ পিটিয়ে নিউটাউনে গ্রেফতার ‘লাল চুল কানে দুল’ যুবক

Ranjit Dhar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 16, 2023 | 11:39 AM

Newtown: পুলিশ সূত্রে খবর, সাত সকালে পিছনে যুবতীদের বসিয়ে নিউটাউনের ফাঁকা রাস্তায় 'জয় রাইড' করছিল ওই দুই যুবক। তাঁদের বাইকের গতিবেগ ঘণ্টায় প্রায় ৭০ থেকে ৮০ কাছাকাছি ছিল। নিজেদের মধ্যে কম্পিটিশন করতে গিয়েই গৌতমকে ধাক্কা মারে বলে অভিযোগ। এরপর পুলিশ কর্মী পলাশ বৈদ্য তাদের আটক করতে গেলে অভিযোগ তাঁকেও মারধর করে ওই মদ্যপ যুবকরা। পলাশবাবুর হাতে এবং চোখের নিচে আঘাত করা হয়।

Newtown: পিছনে মেয়ে বসিয়ে জয় রাইড,পুলিশ পিটিয়ে নিউটাউনে গ্রেফতার লাল চুল কানে দুল যুবক
নিউটাউনে তাণ্ডব মদ্যপ যুবকের
Image Credit source: Tv9 Bangla

Follow Us

নিউটাউন: পুলিশ নিগ্রহের অভিযোগ মদ্যপ যুবকদের বিরুদ্ধে। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা নিউ টাউন ইকোপার্কের বন্দের মোড় এলাকায়। অভিযুক্তদের আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ কদমপুকুর মেইন রোড পেরিয়ে যাত্রাগাছি অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন গৌতম কর্মকার। বছর পঞ্চাশের ওই ব্যক্তি মিষ্টি দোকানের কর্মী। তিনি ঝালিগাছির বাসিন্দা। মাঝ রাস্তায় গৌতমবাবুকে ধাক্কা মারে আরও একটি বাইক। যার জেরে উল্টে পড়ে যান গৌতম কর্মকার। দ্রুত দৌড়ে আসেন কর্তব্যরত কনস্টেবল পলাশ বৈদ্য। ধরে ফেলে অভিযুক্তদের।

পুলিশ সূত্রে খবর, সাত সকালে পিছনে যুবতীদের বসিয়ে নিউটাউনের ফাঁকা রাস্তায় ‘জয় রাইড’ করছিল ওই দুই যুবক। তাঁদের বাইকের গতিবেগ ঘণ্টায় প্রায় ৭০ থেকে ৮০ কাছাকাছি ছিল। নিজেদের মধ্যে ‘কম্পিটিশন’ করতে গিয়েই গৌতমকে ধাক্কা মারে বলে অভিযোগ। এরপর পুলিশ কর্মী পলাশ বৈদ্য তাদের আটক করতে গেলে অভিযোগ তাঁকেও মারধর করে ওই মদ্যপ যুবকরা। পলাশবাবুর হাতে এবং চোখের নিচে আঘাত করা হয়।

এ দিকে, চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পালিয়ে যেতে চাইলে অভিযুক্তদের ধরে ফেলেন তাঁরা। জনতা ধরে পুলিশের হাতে তুলে দেয় ওই মদ্যপদের। বারেবারে সে পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা চালায়। পরে আরও পুলিশ কর্মীদের সহযোগিতায় আটক করা হয় তাঁদের। এক কথায় চ্যাঙদোলা করে, চুল টেনে তোলা হয় ভ্যানে। যদিও, ওই যুবতীরা বলেছেন তাঁরা এই ঘটনায় যুক্ত ছিলেন না। অপরদিকে, অভিযুক্ত যুবক গাড়িতে উঠতে উঠতে বলে আমরা মারিনি পুলিশকে। পায়ে খুব ব্যথা। মেরা না আমায়।

Next Article