Gaighata: স্কুলে আশ্রয় নিয়েছে বন্যা দুর্গতরা, টিফিনের টাকা বাঁচিয়ে খাবার তুলে দিল খুদেরা

Manatosh Podder | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 23, 2024 | 6:59 PM

School: উত্তর ২৪ পরগনার গাইঘাটার সুটিয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী স্কুলে। তার মধ্যে রয়েছে পাঁচপোতা ভাড়াডাঙা উচ্চ বিদ্যালয়। সোমবার স্কুলে আশ্রয়রত পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন শুকনো খাবার তুলে দিলেন স্কুলেরই পড়ুয়ার।

Gaighata: স্কুলে আশ্রয় নিয়েছে বন্যা দুর্গতরা, টিফিনের টাকা বাঁচিয়ে খাবার তুলে দিল খুদেরা
বন্যা দুর্গতদের হাতে তুলে দিল ত্রাণ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

গাইঘাটা: বিস্তীর্ণ এলাকায় জমে রয়েছে জল। বাড়িঘর তো নেই। নথিপত্র যা ছিল তা সব নিয়ে এখন অন্যত্র বন্যা দুর্গতরা। ত্রাণ থেকে যা আসছে তা দিয়েই ভরছে পেট। কিন্তু পড়াশোনা? তা যাতে বন্ধ না হয় সেই কারণে এবার টিফিনের টাকা জমিয়ে স্কুলে আশ্রয়রত বন্যা দুর্গতদের ত্রাণ তুলে দিলেন পড়ুয়ারা।

উত্তর ২৪ পরগনার গাইঘাটার সুটিয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী স্কুলে। তার মধ্যে রয়েছে পাঁচপোতা ভাড়াডাঙা উচ্চ বিদ্যালয়। সোমবার স্কুলে আশ্রয়রত পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন শুকনো খাবার তুলে দিলেন স্কুলেরই পড়ুয়ার। পড়ুয়ারা বলছে,তাদের এলাকায় বিভিন্ন জায়গা জলমগ্ন রয়েছে। বহু পরিবার তাদের স্কুলে আশ্রয় নিয়েছে। অনেক পরিবারের ইতিমধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। যা দেখে তারা সমস্ত ক্লাসের পড়ুয়া মিলে টিফিনের পয়সা বাঁচিয়ে কিছু শুকনো খাবার কিনে পরিবার গুলোর হাতে তুলে দিয়েছেন।

এ প্রসঙ্গে চিরন সর্দার বলেন, “আমাদের এলাকায় প্রবল বৃষ্টির কারণে অনেকের বাড়িতে জল উঠে গিয়েছে। সেই কারণে তাঁরা আমাদের স্কুলে আশ্রয় নিয়েছেন। তাই আমরা বন্ধুরা ঠিক করেছি আমাদের টিফিনের কিছু টাকা বাঁচিয়ে যদি খাদ্য ব্যবস্থা করতে পারি। পড়াশোনায় সাহায্য করতে পারি।” প্রধান শিক্ষক তুষার বিশ্বাস বলেন, “এই পড়ুয়ারা আমাদের কাছে এসেছিল। টাকা বাঁচিয়ে যাঁরা বন্যা দুর্গত তাঁদের হাতে তুলে দিতে চায়। এই মহৎ কাজের জন্য আমরা পাশে আছি।”

 

Next Article