
দেগঙ্গা: নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরের দিনই মাঠে আইএসএফ কর্মীকে পরপর বোমা মেরে খুনের অভিযোগ। তির তৃণমূলের দিকে। ঘটনাকে ঘিরে উত্তেজনা দেগঙ্গা (Deganga) কদম্বগাছির উলা এলাকায়। মৃত আইএসএফ কর্মীর নাম হাসানুর জামান(৩৫)।
উলা পূর্ব পাড়ার বাসিন্দা হাসানুর জামান সোমবার সকালে তাঁর বড় ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে ২০০ মিটার দূরে মাঠে কাজ করছিলেন। দেগঙ্গায় জয়লাভ করেন রহিমা মন্ডল। এই এলাকায় আইএসএফের প্রভাব ছিল। সোমবার সকালেই হাসানুরের ওপর চড়াও হন স্থানীয় তৃণমূল কর্মীরা। পরপর বোমা ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
স্থানীয় তৃণমূল নেতা আরসাদ উদজামান ও তাঁর দলবলের দিকে আঙুল তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা। ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পরের দিনই এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দেগঙ্গা থানার পুলিশ। ধান খেতের মধ্যে থেকে বেশ কয়েকটি তাজা বোমাও উদ্ধার হয়েছে। এলাকা থমথমে রয়েছে।
আরও পড়ুন: বিজেপি কর্মীর গলায় তার পেঁচিয়ে, পিটিয়ে মেরে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা দাবি, পুরনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।