North 24 Pargana: নাকা চেকিংয়ে ডিউটি করছিলেন, হঠাৎই নিজের মাথায় বন্দুক ধরলেন কনস্টেবল, তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত…
North 24 Pargana: কিন্তু তার থেকে বড় চাঞ্চল্যকর বিষয়টা হল, তিনি গুলি কোনও দুষ্কৃতীকে দেখে চালাননি। বরং চালিয়েছেন নিজের মাথায়। ঘটনা উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ১০ মাইল এলাকার।

উত্তর ২৪ পরগনা: রাত তখন দশটা পেরিয়েছে। প্রতিদিনের মতোই চলছে নাকা চেকিং। হঠাৎ করে সেখানেই কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল নিজের পকেটে থাকা সার্ভিস রিভলবারটা তুলে নেন হাতে এবং কেউ কিছু বোঝার আগেই একটা শব্দ। চারপাশে নেমে এল নীরবতা। সকলে টের পেল গুলি চালিয়ে দিয়েছেন সেই কর্মরত কনস্টেবল।
কিন্তু তার থেকে বড় চাঞ্চল্যকর বিষয়টা হল, তিনি গুলি কোনও দুষ্কৃতীকে দেখে চালাননি। বরং চালিয়েছেন নিজের মাথায়। ঘটনা উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ১০ মাইল এলাকার। সোমবার রাতে সেখানের আউট পোস্টের নাকা চেকিংয়ে ডিউটিরত কনস্টেবল নিয়ে এখন তুঙ্গে চর্চা। সার্ভিস রিভলভর দিয়েই আত্মহত্যার চেষ্টা করেছে সে।
পুলিশ সূত্রে খবর, ওই কনস্টেবলের নাম বিভাষ ঘোষ। গতরাতে ঘটনার পরই তড়িঘড়ি তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় বনগাঁ মহকুমা হাসপাতালে। কিন্তু পরিস্থিতি আশঙ্কাজনক হতেই রাতের মধ্যেই তাকে স্থানান্তর করে দেওয়া হয় এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, এই গুরুতর অবস্থা ওই কনস্টেবলের।
কী কারণে এমন আত্মহত্যার চেষ্টা?
বিভাষ ঘোষের অন্যান্য সহকর্মীদের থেকে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই নার্ভের ওষুধ খেতেন তিনি। তবে সেই ওষুধই যে আত্মহত্যার কারণ এমনটা তো হয় না। কোনও রকম সমস্যা নাকি পারিবারিক বিবাদে জড়িয়েই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

