Reality Show: বিখ্যাত রিয়েলিটি শো-তে চান্সের টোপ, লক্ষ লক্ষ টাকা খুইয়ে পুলিশের দ্বারস্থ হতেই র্যাপিড অ্য়াকশন
Reality Show: কাজ না হওয়ায় বেশ কিছুদিন আগেই অরিজিতের থেকে টাকা ফেরত মধ্যমগ্রামের ওই ব্যক্তির পরিবারের লোকজন। সূত্রের খবর, তখন তাঁদের একটি চেক দেওয়া হয়। কিন্তু, ব্যঙ্কে জমা দিলেও সেই চেক বাউন্স করে।

ঘোলা: কথা ছিল রিয়েলিটি শোতে সুযোগ করে দেওয়া হবে। প্রতিশ্রুতি দিয়ে নেওয়া হয়েছিল লক্ষ লক্ষ টাকা। কিন্তু, শেষ পর্যন্ত চান্স তো মেলেইনি। উল্টে ফেরত পাওয়া যায়নি টাকা। তাতেই ঘোলা থানায় অভিযোগ দায়ের। গ্রেফতার অরিজিৎ দত্ত নামে এক ব্যক্তি। অভিযোগ, মধ্যমগ্রামের এক ব্যক্তির কাছ থেকে ৩ লক্ষ সাতাশি হাজার টাকা নিয়েছিলেন অরিজিৎ। রিয়েলিটি শো-তে চান্স দেওয়ার নাম করেই ওই টাকা নিয়েছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত ‘প্রতিশ্রুতি’ রাখতে পারেননি।
কাজ না হওয়ায় বেশ কিছুদিন আগেই অরিজিতের থেকে টাকা ফেরত মধ্যমগ্রামের ওই ব্যক্তির পরিবারের লোকজন। সূত্রের খবর, তখন তাঁদের একটি চেক দেওয়া হয়। কিন্তু, ব্যঙ্কে জমা দিলেও সেই চেক বাউন্স করে। তারপরই তাঁরা মধ্যমগ্রাম থানার দ্বারস্থ হন।
অভিযোগ পেতেই তদন্ত শুরু করে পুলিশ। চলে জিজ্ঞাসাবাদ। শেষ পর্যন্ত অরিজিৎ দত্ত নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২০২৪ সালের জুন মাসে মধ্যমগ্রামের ওই ব্যক্তির থেকে টাকা নেওয়া হয়েছিল। কিন্তু, এই চক্রের সঙ্গে অরিজিৎ ছাড়া আর কোনও ব্যক্তি জড়িত আছে কিনা তা বোঝার চেষ্টা করছে পুলিশ। আর কোনও ব্যক্তি তাঁর দ্বারা প্রতারিত হয়েছিলেন কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ।





